শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, একজনের মৃত্যু নিজেদের ট্যাংক থেকে ছোড়া গোলার আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার এআই ভিডিওর ফাঁদে ভারতের রাজনীতি কোরবানির চাহিদার চেয়ে ২২,৭৭,৯৭৩ অতিরিক্ত গবাদিপশু প্রস্তুত কক্সবাজারের আদলে সাজবে পতেঙ্গা ছিনতাই হতে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করলেন ট্রাফিক পুলিশ সদস্য ‌‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়া হবে’ কেস খেলবা আসো, নিপুণকে ডিপজল পর্যটন খাতে তুরস্ককে বিনিয়োগের আহ্বান মন্ত্রীর গাজায় ১৫ হাজারের বেশি শিশু নিহত বিদেশি ঋণনির্ভর প্রকল্পের অগ্রগতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির মুনাফা বেড়েছে পাপুলের শ্যালিকা ও দুই কর কর্মকর্তার বিরু‌দ্ধে দুদকের মামলা ‘কাক পোশাকে’ কানের লাল গালিচায় ভাবনা ভোট বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৩ বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার ‘মাদক সম্রাজ্ঞী’ লাবনীসহ গ্রেপ্তার ৭ ‘ডো‌নাল্ড লু ঘুরে যাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে’ রূপপুর-মেট্রোরেলসহ ১০ প্রকল্পেই বরাদ্দ ৫২ হাজার কোটি

চার মেয়াদের প্রধানমন্ত্রী হয়ে শেখ হাসিনার রেকর্ড

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ৭ জানুয়ারী, ২০১৯
  • ৮০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বাংলাদেশের ইতিহাসে এটা রেকর্ড। এর আগে কেউ চতুর্থবার প্রধানমন্ত্রী হননি।

সোমবার বিকাল তিনটা ৪০ মিনিটের দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ এই শপথবাক্য পাঠ করান আওয়ামী লীগ সভাপতিকে। প্রথমে তিনি সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালন ও পরে গোপনীয়তার শপথ নেন।

এই অনুষ্ঠান শুরু হয় বেলা সাড়ে তিনটায়। জাতীয় সঙ্গীত পরিবেশন এবং পরে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।

রাষ্ট্রপতির কাছে দুই ধরনের শপথবাক্য ‍উচ্চারণের পর শপথ বইয়ে সই করেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধু কন্যা প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ১৯৯৬ সালের ২৩ জুন। এরপর ২০০৯ সালের ৬ জানুয়ারি, ২০১৪ সালের ১২ জানুয়ারিও তিনি সরকার প্রধান হিসেবে শপথ নেন।

বঙ্গবন্ধু কন্যার ক্ষমতায় ফেরার আগে দীর্ঘ সময় তাকে লড়াই করতে হয়েছে রাজপথে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বিদেশে থাকার কারণে তিনি ও তার বোন শেখ রেহানা বেঁচে যান। ওই রাতে হত্যা করা হয় তার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের স্বজনদের।

ছয় বছর পর ১৯৮১ সালে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দেশে ফেরেন শেখ হাসিনা। এর ১৫ বছর পর তার নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ। আর সেই থেকে মাঝে কেবল ২০০১ সালে তিনি সরকার গঠন করতে পারেননি।

বাংলাদেশে এর আগে তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি ১৯৯১, ১৯৯৬ সালের ফেব্রুয়ারি এবং ২০০১ সালে প্রধানমন্ত্রী হন।

বাংলা৭১নিউজ/জেড এইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com