বাংলা৭১নিউজ, ঢাকা: মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম রোববার সোয়া ৮টায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। ভোটার ঠিকানা অনুযায়ী তিনি ঢাকা-৮ আসনের ভোটার হওয়ায় তিনি এ কেন্দ্রে ভোট দেন।
প্রসঙ্গত, ঢাকা-৮ আসনটি ঢাকা জেলার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ০৮, ০৯, ১০, ১১, ১২, ১৩, ১৯, ২০, ২১ নং ওয়ার্ড নিয়ে গঠিত।
একাদশ জাতীয় সংসদের এই আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী ওয়ার্কার্স পার্টি রাশেদ খান মেনন। আর বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মির্জা আব্বাস।
এ ছাড়া ইসলামী ঐক্যজোটের নোমান মোহাম্মাদ জিয়াউল হক মজুমদার, প্রগতিশীল গণতান্ত্রিক দলের আবুল কালাম আজাদ, ন্যাশনালিস্ট ফ্রন্টের আব্দুস সামাদ সুজন, ইসলামী ফ্রন্টের এস এম সরওয়ার, ইসলামি আন্দোলন বাংলাদেশের আবুল কাশেম, জাতীয় পার্টির ইউনুস আলী আকন্দ এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সূত্র: পরিবর্তন।
বাংলা৭১নিউজ/জেএস