বাংলা৭১নিউজ,নোয়াখালী প্রতিনিধি: শতভাগ নিশ্চিত আমরাই বিজয়ী হব। নির্বাচনরে ফল যেটাই হোক মেনে নেব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সকাল ৮টা ৫০ মিনিটে উদয়ন প্রি-ক্যাডেট একাডেমি স্কুলে কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সাম্প্রদায়িক অপশক্তি বিশৃংখলা করার চেষ্ট করলে সেটা মোকাবিলার জন্য নিরাপত্তাকর্মীরা প্রস্তুত রয়েছেন। তাদের পাশাপাশি দলীয় নেতাকর্মীরা সজাগ রয়েছেন বলে জানান তিনি।
কাদের বলেন, সারা দেশে শান্তিপূণ ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো বিশৃংখলা হয়নি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নোয়াখালী-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। তিনশ’ আসনের মধ্যে ২৯৯টিতে রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।
বাংলা৭১নিউজ/এসএস