বাংলা৭১নিউজ,ডেস্ক: বাংলাদেশে শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও সবার অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে জাতিসংঘ। একই সঙ্গে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি জাতিসংঘের অব্যাহত প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন মহাসচিব অ্যান্তনিও গুতেরাঁ।
মহাসচিবের পক্ষে তার মুখপাত্র স্টিফেন ডুজাররিক এক বিবৃতিতে এ কথা বলেছেন ২৭শে ডিসেম্বর। ওই বিবৃতিতে বলা হয়, আগামী ৩০ শে ডিসেম্বর বাংলাদেশে জাতীয় নির্বাচন।
এ উপলক্ষে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি নির্বাচনের আগে, নির্বাচন চলাকালীন ও নির্বাচনের পরে সহিংসতামুক্ত, ভীতিমুক্ত ও বলপ্রয়োগহীন একটি পরিবেশ নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব, যাতে একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও সবার অংশগ্রহণমূলক নির্বাচন হয়।
বিবৃতিতে আরো বলা হয়, সংখ্যালঘু ও নারী সহ বাংলাদেশী সব নাগরিককে অবশ্যই নিরাপদ বোধ করার মতো অবস্থা থাকতে হবে। ভোট দেয়ার ক্ষেত্রে তারা যাতে নিজেদের অধিকার চর্চা করতে পারেন এমন আস্থা থাকতে হবে। নির্বাচনে নাগরিক সমাজ ও নির্বাচনী পর্যবেক্ষকরা যাতে তাদের ভূমিকা পালন করতে পারেন, সেজন্য তাদেরকে পূর্ণ সহযোগিতা দেয়া উচিত।
বাংলা৭১নিউজ/সূত্র: মানবজমিন/এবি