বাংলা৭১নিউজ, ঢাকা: একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রোপাগান্ডা ও গুজব প্রতিরোধে র্যাবের সাইবার নিউজ ভেরিভিকেশন সেন্টার কাজ করবে। এ জন্য র্যাবের পক্ষ থেকে একটি ফেসবুক পেজ চালু করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো গুজব দেখে তা সন্দেহজনক মনে হলে র্যাবের এই ফেসবুক পেজে তথ্য দিলে তা যাচাই-বাছাই করে ফিডব্যাক দেয়া হবে। র্যাব সদস্যরা সার্বক্ষণিকভাবে এই পেজ মনিটরিং করবেন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ সাংবাদিকদের এ সব তথ্য জানান।
র্যাবের ডিজি বলেন, নির্বাচনে সহিংসতা প্রতিরোধে র্যাবের ১০ হাজার সদস্য মোতায়েন থাকবেন। মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সারাদেশে তারা দায়িত্ব পালন করবেন। ডিজি বলেন, নির্বাচন কমিশন র্যাবকে হেলিকপ্টার ব্যবহারের অনুমতি দিয়েছে। চারটি হেলিকপ্টার ব্যবহার করা হবে। সেনা বাহিনীর দুটি হেলিকপ্টার ঢাকায় সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
দেশের যে কোনো প্রান্তে নাশকতার খবর পাওয়া মাত্রই দ্রুত সেখানে পৌঁছে প্রতিরোধ করা হবে।
বাংলা৭১নিউজ/এসই