বাংলা৭১নিউজ, ঢাকা: প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে পৌছেছেন ঐক্যফ্রন্ট নেতারা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের একটি প্রতিনিধি দল ইসিতে যান।
জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনসহ জোটের শীর্ষ ১০ নেতা সিইসির সঙ্গে বৈঠক করবেন।
এর আগে ঐক্যফ্রন্টের প্রচার ও মিডিয়া সেলের কর্মকর্তা মেহেদী মাসুদ এ বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট আগামী ২৭ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায়। সে বিষয় নিয়ে কথা বলতে কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ ১০ নেতা আজ নির্বাচন কমিশনে গেছেন।
জাতীয় ঐক্যফ্রন্ট সূত্র জানায়, নির্বাচনী প্রচারণায় ধানের শীষের প্রার্থীদের ওপর যেসব হামলার ঘটনা ঘটেছে এবং যেসব নেতাকর্মী আটক হয়েছেন সে বিষয়ে নির্বাচন কমিশনে তালিকা দেয়া হবে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে এবং তারা এ বিষয়ে প্রতিকার চাইবেন। নির্বাচনে সব দলের প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত কথা বলবেন। সূত্র: ঢাকাটাইমস।
বাংলা৭১নিউজ/জেএস