বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘পরিবেশ সুরক্ষায় বাংলাদেশকে সহায়তা দেবে ইইউ : রিজওয়ানা হাসান সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে বিজিবি-বিএসএফ উত্তেজনা রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন পাচার হওয়া অর্থ ফেরাতে ইইউর সহায়তা চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা রমজান শেষ না হওয়া পর্যন্ত পণ্যের শুল্কে পরিবর্তন আনবে না সরকার অংশীজনরা কী চান তার ওপর নির্ভর করবে নির্বাচন কবে হবে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া ২ লাখ ৩৮ হাজার বেকারের কর্মসংস্থান করবে বেজা খালেদা জিয়াকে বার্তা পাঠিয়ে যা বললেন জিএম কাদের ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন এলএনজি ও চাল আমদানি, ব্যয় ১০২৭ কোটি ৮০ লাখ টাকা নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদক বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বিমসটেক সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ প্রথমবারের মতো দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা কবে নাগাদ সব শিক্ষার্থী পাঠ্যবই পাবে জানি না: শিক্ষা উপদেষ্টা ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করলেন প্রধান বিচারপতি পুলিশে চাকরি পাচ্ছেন জুলাই বিপ্লবে আহত ১০০ জন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় শুনানি মুলতবি সচিবালয়ের গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঈদ ভিসা ক্যাম্প: ভারতীয় দূতাবাসে প্রথম দিনেই দীর্ঘ লাইন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ৪ জুন, ২০১৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: ঈদের ছুটিতে যারা ভারতে বেড়াতে যেতে চান, তাদের জন্য সহজে ভিসার আবেদনের বিশেষ ব্যবস্থা করেছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।
শনিবার থেকে শুরু হওয়া ‘ঈদ ভিসা ক্যাম্প’ চলবে আগামী ১৬ই জুন। প্রথম দিনেই এই ‘ভিসা ক্যাম্পে’ ছিল লম্বা লাইন।

বারিধারায় ভারতীয় হাই কমিশনের সামনে ভোর থেকেই গিয়ে লাইনে দাঁড়ান অনেক মানুষ। সমরেশ কুমার ভোর পাঁচটা সেখানে যেয়ে দেখেন তারো আগে প্রায় ৬য়শ জন লাইনে দাঁড়িয়েছেন।

বহুদিন ধরেই ভারতীয় ভিসা নিতে গিয়ে হয়রানির অভিযোগ করছেন বাংলাদেশের নাগরিকরা। ভিসা পাওয়ার জন্য অনলাইন সাক্ষাতের জন্য দালালের খপ্পরে পড়ে অপেক্ষা করা এবং বেশি টাকা খরচ করতে হত তাদের।

চিকিৎসার জন্য পরিবারের সাথে ভারতে যেতে চান শাজাদাদি বেগম। তিনি বলছিলেন এই ক্যাম্পের মাধ্যমে ভিসা পাওয়াটা তার জন্য সুবিধাজনক ও সহজ হবে বলে তিনি আশা করছেন।

সম্প্রতি ভারতের ভিসা কর্তৃপক্ষ ভিসা প্রক্রিয়া সহজ করার জন্য একটা পদক্ষেপ নেন।

ভারতীয় দূতাবাস জানায় টুরিস্ট ভিসার আবেদনকারীদের সাক্ষাতের তারিখ একবার ব্যবহার যোগ্য একটি পাসওয়ার্ড মোবাইল ফোনে এসএমএস করবে তারা। এসএমএসটি দেখিয়ে আবেদনকারীদের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভিএসিতে ঢুকতে হবে এবং আবেদনপত্র জমা দিতে হবে।

এছাড়া আবেদনকারীদের নিজের মোবাইল নম্বরসহ অন-লাইন সাক্ষাতের জন্য আবেদন করার কথা বলা হয়। তারপরেও নতুন করে কেন এই ভিসা ক্যাম্পের আয়োজন করা হল?

ঢাকায় ভারতীয় দূতাবাসের কর্মকর্তা কর্মকর্তা সিদ্ধার্থ চট্টোপাধ্যায় বলছিলেন ঈদের ছুটিতে ভারতে যাওয়া এবং দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য এই আয়োজন করা হয়েছে। এছাড়া দালালদের দৌরাত্ম্যে এতে কমবে বলে তারা আশা করছেন।

ক্যাম্পে যারা আবেদন করছেন তারা নির্দিষ্ট ভিসা ফরম পূরণ আর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ক্যাম্পে যাচ্ছেন। ভিসা ফি লাগছে ছয়শ টাকা। আবেদন করার পর তিন দিনের মধ্যে তারা জানতে পারবেন ভিসা পাচ্ছেন কি পাচ্ছেন না।

এখানে কোন ই-টোকেন বা সাক্ষাতের জন্য আলাদা তারিখ নিতে হচ্ছে না।

প্রথম দিনে ব্যাপক সাড়া পরেছে এই ক্যাম্পে। দুপুর একটা পর্যন্ত প্রায় ১৮শ আবেদন জমা পড়েছে।বাইরে তখনো প্রায় হাজার খানেক মানুষ লাইনে অপেক্ষা করছেন।

ভারতের পর্যটন মন্ত্রণালয়ের প্রকাশ করা সাম্প্রতিকতম তথ্য বলছে, সে দেশে প্রতিবছর যত বিদেশি পর্যটক আসেন, তার মধ্যে বাংলাদেশিদের সংখ্যা আমেরিকান নাগরিকদের ঠিক পরেই অর্থাৎ দ্বিতীয় অবস্থানে।

বাংলাদেশের নাগরিকরা যারা এই ক্যাম্পে আজ এসেছেন তারা বলছেন ভিসা প্রক্রিয়া সহজ করলে পাশের এই দেশে তাদের যাতায়াত আরো বেড়ে যাবে।

বাংলা৭১নিউজ/তথ্যসূত্র: বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com