বাংলা৭১নিউজ, ঢাকা: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, মানুষ সেনাবাহিনীর কাছে কিছু চায় না। শুধু ভোট দেওয়ার অধিকার চায়। সেনাবাহিনী তাদের ন্যায়-নীতি ঠিক রাখতে পারলে ২০১৮ সালে বাংলাদেশে ভোট বিপ্লব হবে।
তিনি বলেন, একটা দল কতখানি দেউলিয়া হলে সিনেমার নায়ক-নায়িকাদের প্রচারণায় নামায় বুঝে দেখুন। সরকারের দেউলিয়াত্বের কারণেই নায়ক-নায়িকাদের দিয়ে প্রচারণায় চালাচ্ছে।
আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) আয়োজিত জাতীয় এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বঙ্গবীর বলেন, মমতাজের মতো জনপ্রিয় শিল্পীও নৌকা প্রতীক ছাড়া মাঠে দাঁড়ালে ৫ হাজার ভোট পাবে না। দেশের মানুষ পয়সা দিয়ে সিনেমা দেখতে পারে, ভোট দিতে পারে না।
কাদের সিদ্দিকী ভোটারদের প্রতি অনুরোধ করে বলেন, ভোট দিয়ে চলে আসবেন না ফলাফল নিয়ে ঘরে ফিরবেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ। সূত্র: কালের কণ্ঠ।
বাংলা৭১নিউজ/জেএস