বাংলা৭১নিউজ, ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে অংশ নিতে রাজধানীর কামরাঙ্গীরচরের জনসভামঞ্চে পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার দুপুর ১২টার দিকে তিনি সভামঞ্চে পৌঁছান।কিছুক্ষণ পরেই তিনি বক্তৃতা করবেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এই জনসভায় রাজধানীর আসনগুলোতে আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সঞ্চালনায় জনসভায় উপস্থিত আছেন মহানগর দক্ষিণের সংসদীয় আসনের আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থিরা।
এসব অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। সূত্র: যুগান্তর।
বাংলা৭১নিউজ/জেএস