বাংলা৭১নিউজ, মুসাফির নজরুল, মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল সরকারী বিদ্যালয় মাঠে শনিবার বিকালে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী এ্যাড. সাইফুজ্জামান শিখরের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় নাকোল ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আবদুস সালামের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ্যাড. সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কু-ু, সহ-সভাপতি আবু নাসির বাবল, মুন্সী রেজাউল হক, অধ্যাপক কামরুজ্জামান চাঁদ, সাংগঠনিক সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ্যাড. হাসান সিরাজ সুজা, কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক পঙ্কজ সাহা, যুবলীগ নেতা কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, সাবেক উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন প্রমুখ। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাড. রাশেদ মাহমুদ শাহিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে ইউনিয়নের ৯ ওয়ার্ডের নেতা-কর্মীরা বর্নাঢ্য মিছিল নিয়ে নৌকা ও শিখরের পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হন।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন ও মাগুরা জেলায় বিগত ১০ বছরের বিভিন্ন কর্মকা-ের কথা তুলে ধরে বলেন, মাগুরায় মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে। রেল লাইন নির্মাণের জন্য ১৪ শ কোটি টাকার মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে। আগামীতে গোয়ালন্দ-আরিচায় দ্বিতীয় পদ্মা সেতু, লাঙ্গলবাঁধ বাজারের পাশে গড়াই সেতুু নির্মাণ করা হবে। গড়াই নদী ভাঙ রোধে ৩০৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সার, বিদ্যুৎসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে তিনি অনেক অবদান রেখেছেন।ইবজয়ী হলে আরো ব্যাপক উন্নয়ন করবেন বলে প্রতিশ্রুতি দেন। তিনি উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহবান জানান।
বাংলা৭১নিউজ/জেএস