বাংলা৭১নিউজ, সিলেট প্রতিনিধি: সিলেটে তিন আউলিয়ার মাজার জিয়ারতে গিয়ে সেখানে নামাজ আদায় ও কোরআন তেলাওয়াত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সিলেট পৌঁছেই তিনি সরাসরি নগরীর হজরত শাহজালাল (রহ.), শাহপরান (রহ.) ও গাজী বোরহান উদ্দিন (রহ.) এর মাজারে যান।
প্রথমে তিনি হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন।
এরপর তিনি শাহপরান (রহ.) ও গাজী বোরহান উদ্দিন (রহ.) এর মাজার জিয়ারত করেন।
এর আগে আজ বেলা ১০টা ৫৫ মিনিটে সিলেটে পৌঁছান শেখ হাসিনা।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ছাড়াও কয়েক কেন্দ্রীয় নেতা।
দীর্ঘ ১৭ বছর পর আজ নির্বাচনী জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র: যুগান্তর।
বাংলা৭১নিউজ/জেএস