বাংলা৭১নিউজ,কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: পুলিশ প্রহরায় নিজ নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জের বিভিন্ন স্থানে পথসভা করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও নোয়াখালী-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ।
বৃহস্পতিবার তিনি বিভিন্ন স্থানে পথসভা ও নির্বাচনী প্রচারণা করেন তিনি।
এর আগে সকাল ১০টার দিকে মানিকপুর উচ্চ বিদ্যালয়ের সামনে ব্যারিস্টার মওদুদের এপিএসের ছোটভাই সিরাজপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান শুভকে পিটিয়ে রক্তাক্ত জখম করে প্রতিপক্ষ প্রার্থী ওবায়দুল কাদেরের সমর্থকরা। পরে গুরুতর আহতাবস্থায় তাকে প্রথমে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সকাল সাড়ে ১০টার দিকে চৌধুরীর হাটে দুর্বৃত্তরা বেশ কয়েকটি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে ব্যারিস্টার মওদুদ পুলিশ ও বিজিবি প্রহরায় চৌধুরীর হাট, মেহেরুন্নেছা, চরপার্বতী, ও মৌলভীবাজারে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।
এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ