বাংলা৭১নিউজ, কাউছার আহমেদ, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুর-১ (কচুয়া) একাদশ জাতীয় সংসদ নির্বাচনী আসনে ইসলামী আন্দোলনের পীরসাহেব চরমোনাইয়ের মনোনিত প্রার্থী মাওলানা যোবায়ের আহমাদ পাটোয়ারী কর্মী সমর্থকদেরকে নিয়ে (হাতপাখা) প্রতীকের প্রচার-প্রচারনায় ও গনসংযোগে নির্বাচনী মাঠে আছেন ।
তিনি এ আসনের বিভিন্ন গ্রামে , মহল্লায় , হাট-বাজারে , রাস্তা ঘাটে, মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র, নেতা নয় নীতির পরির্বতন চাই , দলীয় স্লোগান নিয়ে ভোট চাইতে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে (হাতপাখা) প্রতীকে ভোট চান এবং গনসংযোগ করেন । গনসংযোগ কালে তার সাথে বহূ নেতা ও কর্মীসমর্থক ছিলেন এবং ভোটারদের ব্যাপক সারা পেয়েছেন।
বাংলা৭১নিউজ/জেএস