বাংলা৭১নিউজ, মোঃ মনজুর-ই-মওলা সাব্বির, নাটোর প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪০ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে চূড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নাটোরে নৌকার প্রতীকে যারা চূড়ান্ত মনোনয়ন পেলেন তারা হলেন- নাটোর-১(৫৮নং আসন) শহীদুল ইসলাম বকুল, নাটোর-২(৫৯নং আসন) শফিকুল ইসলাম শিমুল, নাটোর-৩(৬০নং আসন) এডভোকেট জুনাইদ আহমেদ পলক এবং নাটোর ৪(৬১নং আসন) অধ্যাপক আব্দুল কুদ্দুস।
অন্যদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৬ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার বিকেলে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে চূড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরে যারা বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন, তারা হলেন- নাটোর-১(৫৮নং আসন) কামরুন্নাহার শিরীন, নাটোর-২(৫৯নং আসন) সাবিনা ইয়াসমিন ছবি, নাটোর-৩(৬০নং আসন) দাউদার মাহমুদ, নাটোর-৪(৬১নং আসন) আব্দুল আজিজ।
বাংলা৭১নিউজ/জেএস