বাংলা৭১নিউজ, ঢাকা: মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মঙ্গলবার দুপুর পর্যন্ত ১১৫ প্রার্থী আপিল করেছেন। প্রথম দিন ৮৪ প্রার্থী আপিল করলেও দ্বিতীয় দিনেও নির্বাচন কমিশনে (ইসি) আপিল করতে এসেছেন অনেকে।
এদের মধ্যে রয়েছেন- নাটোর-২ আসনের বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য এমএ করিম আব্বাসী, জাপার প্রেসিডিয়াম সদস্য সোহেল রানা, মেজর (অব.) মনজুর কাদের প্রমুখ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত খালেদা জিয়ার পক্ষে কেউ আপিলের আবেদন করেননি।
প্রথম দিন ইসির অভ্যর্থনা শাখায় এসব আপিল গ্রহণ করা হলেও মঙ্গলবার থেকে আটটি বিভাগের জন্য আলাদা আলাদা ডেস্ক খোলা হয়।
এর আগে গতকাল জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের বৈধতা পেতে ইসিতে সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া, সাবেক মন্ত্রী মীর নাছির, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, হিরো আলমসহ ৮৪ প্রার্থী আপিল করেছিলেন।
গতকাল ৩ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল গ্রহণের সময়সীমা থাকলেও সন্ধ্যা ৬টা পর্যন্ত আপিল গ্রহণ করা হয়। আগামীকাল বুধবার আপিল গ্রহণের শেষ দিন। এরপর ৬ ডিসেম্বর থেকে প্রার্থীদের আপিল গ্রহণের ওপর শুনানি চলবে। পরদিন ৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ৩০ ডিসেম্বব ভোট গ্রহণ। সূত্র: জাগোনিউজ।
বাংলা৭১নিউজ/জেএস