বাংলা৭১নিউজ, ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মনোনয়নপত্র গ্রহণ করে ২৪ ঘণ্টার মধ্যে নিষ্পত্তির জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একইসঙ্গে তাঁর মনোনয়নপত্র জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও কে এম কামরুলের কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে মির্জা আব্বাসের পক্ষে আইনজীবী ছিলেন জয়নুল আবেদীন ও এ কে এম এহসানুর রহমান।
এহসানুর রহমান জানান, গত ২৮ নভেম্বর মির্জা আব্বাসের মনোনয়নপত্র জমা দিতে গেলে বিভিন্নভাবে সময়ক্ষেপণ করা হয়। একপর্যায়ে বিকেল ৫টা ১০ মিনিটের দিকে সময় অতিবাহিত হয়েছে বলে তাঁর মনোনয়নপত্র জমা নেয়নি রিটার্নিং কর্মকর্তা।
এহসানুর আরো বলেন, ‘পরবর্তীতে ১ ডিসেম্বর আমরা সিইসির কাছে মনোনয়নপত্র জমা দিয়ে আসি। কিন্তু ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের জন্য রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়নি। সে অবস্থায় আমরা হাইকোর্টে রিট করি।’ সূত্র: এনটিভি অনলাইন।
বাংলা৭১নিউজ/জেএস