বাংলা৭১নিউজ, ঢাকা: ঢাকায় ফিরেছেন চ্যাম্পিয়ন মুস্তাফিজুর রহমান। আইপিএলের শিরোপা জিতে সোমবার রাত ১০টা ২৬ মিনিটে দেশে ফিরেছেন মুস্তাফিজ। বেঙ্গালুরু থেকে কলকাতা হয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি০৯৬ ফ্লাইটে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছেন মুস্তাফিজ।
কাটার মাস্টারকে বিমানবন্দরে নিতে আসেন তার মামা-মামী। রাতে তিনি মিরপুরে তাদের বাসায় থাকবেন।
বাঁহাতি এ বিস্ময়কর পেসার নিজের জাত চিনিয়েছেন আইপিএলে। আইপিএলের নবম আসরের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মুস্তাফিজ। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ১০ লাখ রুপি।
আইপিএলের এই আসরে ১৫ ম্যাচে মাঠে নেমে ১৭ উইকেট নিয়েছেন কাটার মাস্টার। ১৬ ম্যাচে তিনি ৬১ ওভার বল করেছেন। ১ মেডেনসহ ৪২১ রান দিয়ে নিয়েছেন ১৭ উইকেট।
আইপিএলের অফিশিয়াল ওয়েবসাইটে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচনে দর্শকদের ভোটের ৮৩.২ শতাংশ পেয়েছেন মুস্তাফিজ। দ্বিতীয় স্থানে থাকা লোকেশ রাহুল পেয়েছেন ৬.৫ শতাংশ ভোট।
বিগ ফাইনালেও বল হাতে উইকেট পেয়েছেন। ৪ ওভারে ৩৭ রান দিয়ে নেন হার্ডহিটার শেন ওয়াটসনের উইকেট।
বাংলা৭১নিউজ/এসকে