বাংলা৭১নিউজ, ঢাকা: আগামী একাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়নের চিঠি দেওয়া শুরু করেছে বিএনপি। আজ সোমবার বিকেল ৩টা থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে ওই চিঠি দেওয়া হচ্ছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপির চিঠি পেয়েছেন যাঁরা। তাঁরা হলেন-
ঢাকা বিভাগ
ঢাকা-২ আমানউল্লাহ আমান, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ সালাহউদ্দিন আহমেদ, ঢাকা-৫ নবীউল্লাহ নবী, ঢাকা-৬ আবুল বাশার, ঢাকা-৮ মির্জা আব্বাস, ঢাকা-৯ হাবীব-উন নবী সোহেল, ঢাকা-১৩ আবদুস সালাম
নরসিংদী-১ খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ সানাউল্লাহ মিয়া
চট্টগ্রাম বিভাগ
নোয়াখালী-৫ ব্যারিস্টার মওদুদ আহমদ, নোয়াখালী-১ ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-২ জয়নাল আবেদীন ফারুক, নোয়াখালী-৩ মোহাম্মদ শাহজাহান।
লক্ষ্মীপুর-১ শাহাদাত হোসেন সেলিম (এলডিপি),লক্ষ্মীপুর-২ আবুল খায়ের ভুইয়া, লক্ষ্মীপুর-৩ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর-৪ আশরাফ উদ্দিন নিজাম।
ফেনী-১ খালেদা জিয়া, ফেনী-২ ভিপি জয়নাল, ফেনী-৩ আব্দুল আউয়াল মিন্টু।
সিলেট বিভাগ
সিলেট-২ তাহসিনা রুশদীর লুনা, মৌলভীবাজার-২ সুলতান মুহাম্মদ মনসুর (ঐক্যফ্রন্ট)
বরিশাল বিভাগ
বরিশাল-১ জহির উদ্দিন স্বপন, বরিশাল-২ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বরিশাল-৩ সেলিমা রহমান, বরিশাল-৫ মজিবুর রহমান সরোয়ার, ঝালকাঠি-১ ব্যারিস্টার শাহজাহান ওমর, পটুয়াখালী-১ এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-৪ এ বি এম মোশাররফ হোসেন, বরগুনা-২ অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ভোলা-২ হাফিজ ইব্রাহিম, ভোলা-৩ মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ভোলা-৪ নাজিম উদ্দিন আলম।
রংপুর বিভাগ
পঞ্চগড়-১ ব্যারিস্টার নওশাদ জমির, পঞ্চগড়-২ তাসমিয়া প্রধান (২০ দলীয় জোট), ঠাকুরগাঁও-১ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রংপুর-১ মোকাররম হোসেন, রংপুর-২ ওয়াহিদুজ্জামান মামুন/মোহাম্মদ আলী, রংপুর-৩ মোজ্জাফর আহমেদ/রিতা রহমান, রংপুর-৪ এমদাদুল হক ভরসা, রংপুর-৫ সোলাইমান আলম/ডা. মমতাজ, রংপুর-৬ সাইফুল আলম, দিনাজপুর-১ মঞ্জুরুল ইসলাম/মামুনুর রশিদ, দিনাজপুর-২ সাদিক রিয়াজ পিনাক।
রাজশাহী বিভাগ
বগুড়া-৬ ও ৭ আসনে কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, চাঁপাইনবাবগঞ্জ-৩ হারুণ-অর রশিদ, রাজশাহী-১ ব্যারিস্টার আমিনুল ইসলাম, রাজশাহী-২ মিজানুর রহমান মিনু, রাজশাহী-৪ আবু হেনা, রাজশাহী-৬ আবু সাঈদ চাঁন, নাটোর-২ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সিরাজগঞ্জ-২ ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-৩ আবদুল মান্নান তালুকদার, পাবনা-৫ অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। সূত্র: এনটিভি অনলাইন।
বাংলা৭১নিউজ/জেএস