বাংলা৭১নিউজ, ডেস্ক: ইসরাইলের লিকুদ পার্টির নেতা সাফাদির সঙ্গে আমার কোনো সময়ই সাক্ষাৎ হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীপুত্র ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
আজ রোববার ভোরে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক স্ট্যাটাসে জয় বলেন, ‘বিএনপি এমনই এক বোকার দল, এমনকি তারা যখন মিথ্যা বলে তখনও বোকামিপূর্ণ ভুল করে। আমি চাই বিএনপি এবং সাফাদি একটা প্রশ্নের জবাব দিক। ওয়াশিংটনের ঠিক কোথায় সে আমার সাক্ষাত পেয়েছে? কোন অনুষ্ঠানে? অন্য কার অফিসে?’
জয় প্রশ্ন রেখে বলেন, প্রথম বোকামিপূর্ণ ভুল তারা করেছে কারণ, আমি গত ৩-৪ বছরে ওয়াশিংটনে কোনো অনুষ্ঠান বা কারো অফিসে যাইনি। যে মিটিংগুলো আমার হয়েছে সেগুলো সবই সরকারি কর্মকর্তাদের সাথে এবং একান্ত ব্যক্তিগত। তাহলে, কোথায় তার সাথে আমার সাক্ষাত হতে পারে?
‘আমার সাথে সাফাদির কোনো সময়ই সাক্ষাত হয়নি, এটা ওয়াশিংটনেও না বা অন্যকোনো জায়গায়ও না। সে মিথ্যা বলছে। সে যে বিএনপির জন্য মিথ্যা বলতে সম্মত হয়েছে সেটা দিয়ে এও প্রমাণ হচ্ছে, সে বিএনপির সাথে ষড়যন্ত্রে জড়িত। নাহলে আর কী কারণে সে বিএনপির হয়ে মিথ্যা বলবে?’
বিবিসির সমালোচনা করে জয় তার স্ট্যাটাসে আরো বলেছেন, ‘এটাও খুবই লজ্জাজনক যে বিবিসি বাংলা আসলেই সেই ভুয়া ইন্টারভিউটি ঘটনার সত্যতা যাচাই ছাড়াই প্রচার করেছে। এ ঘটনা সংবাদের উৎস হিসেবে তাদের বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করেছে।’
বিএনপি নেতা আসলাম চৌধুরীর সঙ্গে দিল্লিতে সাক্ষাৎ হওয়ার আগে প্রধানমন্ত্রী পুত্র জয়ের সঙ্গে ইসরাইলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সাক্ষাৎ হয়েছে- বিবিসিতে এ খবর প্রকাশের পর নিজের ফেসবুক স্ট্যাটাসে এ বক্তব্য দিলেন জয়।
বাংলা৭১নিউজ/এসএস