বাংলা৭১নিউজ, ইবি প্রতিনিধি: উৎসবমূখর পরিবেশ এবং বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ব বিদ্যালয়ের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি উদযাপন শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী। এছাড়াও প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা উপস্থিত ছিলেন।
পরে প্রশাসন ভবনের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিতে বিশ্ব বিদ্যালয়ের সকল বিভাগ, আবাসিক হল, কমকর্তা, কর্মচারী তাদের নিজস্ব ব্যানারে অংশগ্রহন করে। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে এসে মিলিত হয়। পরে কেন্দ্রীয় মিলনায়তনে বিশ^বিদ্যালয়ের ৪০ বছর পদার্পন উপলক্ষে কেক কাটা হয়। এসময় বিশ্ব দ্যিালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। পরে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
উল্লেখ্য ১৯৭৯ সালের ২২শে নভেম্বর কুষ্টিয়া ও ঝিনাইদহ অঞ্চলের মধ্যবর্তী স্থান শান্তিডাঙ্গার দুলালপুরে বিশ^বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
বাংলা৭১নিউজ/জেএস