বাংলা৭১নিউজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি: প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি করি প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিত করি এমন স্লোগানে আগামী ২৪-২৯ নভেম্বর হতে শুরু হতে যাওয়া পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে দিনাজপুরের হিলিতে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে আজ দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে এ্যাডভোকেসি সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন, ভাইস চেয়ারম্যান আকতারা চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রশীদ, পরিবার পরিকল্পনা ডাক্তার দেবব্রত রায়, সাংবাদিক সৈয়দ মোস্তাফিজুর রহমান সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
সভায় বক্তরা গর্ভবর্তী নারীদের সিজারের পরিবর্তে প্রাতিষ্ঠানিক ডেলিভারীর দিকে আগ্রহী করে গড়ে তুলতে এবং জনসংখ্যার হার রোধে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিতের আহবান জানানো হয়। সেই সাথে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহনের নানা সুবিধার দিক তুলে ধরেন।
বাংলা৭১নিউজ/জেএস