বাংলা৭১নিউজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বর্ণমালা নিকেতন উচ্চ বিদ্যালয় ও কলেজের আইসিটি বিষয়ের সহকারী অধ্যাপক শেখ সাবীর আলী শিক্ষা ক্ষেত্রে ই-লার্নিং-এ বিশেষ অবদান রাখায় সরকারী ভাবে মনোনীত হয়ে ওভারসীস ট্রেনিং-এ থাইল্যান্ড গেলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এটুআই (একসেস টু ইনফরমেশন) কতৃক পরিচালিত শিক্ষক বাতায়ন, মুক্তপাঠ, কিশোর বাতায়ন পোটার্লসহ সংশ্লিষ্ট ই-লার্নিং প্লাটফর্মে বিশেষ অবদান রাখায় তাকে থাইল্যান্ডের ক্যাসিটসার্ট ইউনিভর্সিটিতে আইসিটির উপর ১৫ দিনের টেনিং-এর জন্য মনোনীত করা হয়েছে। তিনি গতকাল ১৮ নভেম্বও রোববার সকাল ১১টা ২০মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিমান যোগে থাইল্যান্ডের উদ্যেশ্যে যাত্রা করেন।
তিনি ফুলবাড়ী উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা এবং জন্মলগ্ন থেকে দৈনিক নয়া দিগন্ত ও প্রায় ৩০ বছর থেকে দৈনিক করতোয়া পত্রিকায় উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করে আসছেন। তিনি সকলের দোয়া প্রার্থনা করেছেন।
বাংলা৭১নিউজ/জেএস