বাংলা৭১নিউজ,ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিঃশর্ত ক্ষমা না চাইলে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে ছাত্রলীগ।
বৃহস্পতিবার বেলা দেড়টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র সংলগ্ন সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশ থেকে সংগঠনটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এ ঘোষণা দেন।
এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাবি হল শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গোলাম রাব্বানী বলেন, ‘রাজপথে টিকতে না পেরে বিএনপি গুজবের আশ্রয় নিয়েছে। তারা সাধারণ মানুষের জান-মালের ক্ষতি করছে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কারা হামলা করেছে ছাত্রলীগের পক্ষ থেকে এদের প্রত্যেককে চিহ্নিত করা হচ্ছে।’
গোলাম রাব্বানী বলেন, ‘যারা হামলা করেছে সবাই বিএনপির ক্যাডার৷ কিন্তু মির্জা ফখরুল হামলাকারীদের সম্পর্কে বলেছেন, এরা ছাত্রলীগের হেলমেট বাহিনী। বিএনপি যদি এ হীন কাজের জন্য ক্ষমা না চায় তাহলে ছাত্রলীগের নেতাকর্মীরা খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও করবে।’
ছাত্রলীগের সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ‘নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে বিএনপি-জামায়াত আগুন সন্ত্রাস করে বানচালের চেষ্টা করছে। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রয়োজনে জীবন দিতে রাজি আছে।’
এ সময় তিনি আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে কাজ করে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
বাংলা৭১নিউজ/বিএস