মঙ্গলবার, ২৫ জুন ২০২৪, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিকদের হয়রানি ও ভীতি প্রদর্শনে যুক্তরাষ্ট্রের আপত্তি পরীমণির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, চাকরি হারাচ্ছেন এডিসি সাকলায়েন ড. ইউনূস কর ফাঁকি দিয়েছেন, তা আদালতে প্রমাণিত: প্রধানমন্ত্রী নতুন পরিষেবা চালু হলে দুই দেশের মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে চিঠি দেওয়ার বিষয়টি তাদের অভ্যন্তরীণ বিষয়, বললেন প্রধানমন্ত্রী বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে আফগানিস্তান নাসিরকে মারধর: জামিন পেলেন পরীমণি ভুটানে বাংলাদেশি পাটজাত পণ্যের প্রদর্শনী সেন্টার উদ্বোধন সীমান্তে হতাহতের ঘটনা শূন্যে নামিয়ে আনতে আলোচনা করেছি দুই দেশের পারস্পরিক সহযোগিতার পথ নিয়ে আলোচনা করেছি রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী মমতার অভিযোগ সঠিক নয়, পশ্চিমবঙ্গকে আগে জানিয়েছিল দিল্লি রাশিয়ায় অফিস ভবনে আগুন, নিহত ৮ ইসলামী ব্যাংকের প্রবেশনারি অফিসারদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু ৩০ জুন জিও ব্যাগ ফেলেও থামানো যাচ্ছে না বলেশ্বর নদীর ভাঙন বাংলাদেশকে ১১৭৫ কোটি টাকা ঋণ দিচ্ছে কোরিয়া, চুক্তি সই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি প্রত্যাহারের দাবি ক্র্যাবের কোপা মিশনে সকালে মাঠে নামছে ব্রাজিল, দেখবেন যেভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সেনাবাহিনী প্রধানের শ্রদ্ধা

এয়ারপোর্টে দীপি-রণের ‘মেহেন্দি’ উৎসব

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ১২ নভেম্বর, ২০১৮
  • ২৮১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: রণভীর-দীপিকা পৌঁছে গিয়েছেন ইতালির লেক কোমোতে৷ হাতে গুনে আর মাত্র তিন দিন৷ তারপরই বিয়ের বন্ধবে আবদ্ধ হবেন তাঁরা৷ ইতালি যাওয়ার সময় মুম্বই এয়ারপোর্টে ছোট্ট করে পালন হল বিয়ের মেহেন্দি উৎসব৷ এয়ারপোর্টে বাজছে, “মেহেন্দি লগা কে রাখনা৷” ফ্যানেরা যেখানে ভির জমিয়ে দীপিকা রণভীরের জন্য এই গান চালিয়েছেন৷

নভেম্বর তো কখনও ডিসেম্বর। কখনও সুইজারল্যান্ড তো কখনও আমচি মুম্বই। বছরের শুরু থেকেই টিনসেলের হটেস্ট গসিপ রণভীর-দীপিকার বিয়ে। বিভিন্ন সময় নানান জল্পনার ধুলো উড়েছিল বলিপাড়ায়। এই সমস্ত জল্পনায় দাড়ি টেনে ১৪ এবং ১৫ নভেম্বর সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা। ট্যুইটারে ওয়েডিং কার্ডের ছবি আপলোড করে খুশির খবরটি জানিয়েছেন সকলকে। এবং ইতালির লেক কোমোকে বিয়ের ভেনু হিসাবে বেছে নিয়েছেন এই লাভ বার্ডস।

বি-টাউনের ‘পদ্মাবতী’ এবং ‘খিলজি’র বিয়ের নিয়ে কৌতূহলের শেষ নেই৷ বিয়ের ভেনু, পোশাক, গয়না, অথিতিদের তালিকা, সবই ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করেছে৷ ইতালির লেক কোমোতে বিয়ে, সব্যসাচীর ডিজাইন করা লেহেঙ্গা কিংবা শাড়ি, সোনা-হীরে ছেড়ে রূপোর গয়না, এছাডা়ও অসংখ্য বিয়ের আপডেট পেতে ব্যাকুল রণ-দীপির ভক্তকূল৷ বলিপাড়ার সেরা বিয়ে, প্রতিটি জিনিস হাচকে না হলে কী চলে৷ তাই বিয়ে হবে দু’বার৷

বিয়ের কার্ডে লেখা ছিল ১৪ এবং ১৫ নভেম্বর বিয়ের দিন৷ দুই দিন দুই রীতি মেনে বিয়ে করবেন তাঁরা৷ দীপিকা কর্নাটকের মেয়ে৷ তাই প্রথম দিন কন্নডিগা মতে বিয়ে হবে৷ রণবীর সিং, সিন্ধি-পঞ্জাবী৷ তাই জানা যাচ্ছে দ্বিতীয়দিন রণবীরের ধর্ম মতেই বিয়ে করবেন তাঁরা৷

বলি অন্দরের খবর ছিল, ‘পদ্মাবত’ মুক্তির সপ্তাহ খানেক আগে রণভীর ও দীপিকার বাবা মা তাঁদের বিয়ের ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা করেন। তখন রণবীরের বাবা-মা, সব্যসাচীর একটি শাড়ি উপহার দেন দীপিকাকে। আপাতত দীপিকা এবং রণবীর তাঁদের পরিবারকে নিয়ে বিয়ের শেষ মুহূর্তের কেনাকাটা, প্রস্তুতি করছেন পুরোদমে। এদিকে, বিয়ের প্রতিটি খবরাখবর পাওয়ার জন্য ব্যাকুল হয়ে বসে আছে উড বি ম্যারেড কাপলের অনুরাগীরা৷

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com