বাংলা৭১নিউজ,ঢাকা: বিনা পরোয়ানায় ৫৪ ধারায় গ্রেফতার করার আগে সন্দেহভাজনকে পরিচয়পত্র দেখাতে ও গ্রেফতারের কারণ জানাবে পুলিশ। এ বিষয়ে ১৫ দফা নির্দেশনা দিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে এই রায় দেন।
এদিকে, অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, পূর্ণাঙ্গ রায় পাবার পরই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
৫৪ ধারায় গ্রেফতার বিষয়ে ২০০৩ সালে দেয়া উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে পরের বছর আপিল করেন রাষ্ট্রপক্ষ। এর প্রায় ১৩ বছর পর আজ রায় দেন আপিল বিভাগ। রিটকারীর আইনজীবীরা জানান, এই রায়ের ফলে বিনা অরেন্টে ৫৪ ধারায় গ্রেফতার ও রিমান্ডে নেয়ার ক্ষেত্রে হাইকোর্টের পুনর দফা নির্দেশনা মানতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ব্যারিস্টার আমীর-উল ইসলাম বলেন, ‘প্রথাগত ভাবে হাইকোর্টের যে নির্দেশনা ছিল তাদের আপিল ডিসমিস হওয়ার পরে আমি মনে করি এই নির্দেশনাগুলো প্রতিপালন করা রাষ্ট্রীয় কর্তব্য।’
অ্যাডভোকেট সারা হোসেন বলেন, ‘হেফাজতের বিরুদ্ধসহ যেকোনো ধরনের নির্যাতন ও অমানবিক নিষিদ্ধ সম্পূর্ণ নিষিদ্ধ। আর এই দুইটি ধারার পরিপূর্ণ ব্যাখ্যা আশা করি এ রায়ের মাধ্যমে পাবো।’
তিনি আরও বলেন, ‘বিশেষ করে পুলিশ গ্রেফতারি পরোয়ানা ছাড়া গ্রেফতার করছে এবং ম্যাজিস্ট্রেট যখন রিমান্ডে দিচ্ছে।’
রায়ের পর অ্যাটর্নি জেনারেল বলেন, এ ব্যাপারে আদালতের নির্দেশনা অনুযায়ীই কাজ করবে সরকার।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘এক একটা ঘটনার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এক এক রকম পদক্ষেপ নিতে পারে। তবে তারা যাই নেক না কেন তা আদালতের নির্দেশ অনুযায়ী নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘আশা করি আদালতও আমাদের বাস্তব অবস্থাও বিবেচনায় নিবে।’
১৯৯৮ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ৫৪ ধারায় গ্রেফতারের পর পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়। পরে এই ধারার বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট দায়ের করে ব্লাস্টসহ কয়েকটি মানবাধিকার সংগঠন।
বাংলা৭১নিউজ/এসএইস