বাংলা৭১নিউজ,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে সনাতন ধর্মালম্বীদের কালীপূজা (দিপাবলী) উপলক্ষে ভারতীয় সীমান্তরক্ষী কাঁটাতারের বেড়া গেট খুলে দিয়ে দুই দেশের বাঙালিদের মাঝে মিলনমেলার সুযোগ করে দিয়েছে। সীমান্ত পিলার ৮০২ এর ১১ নম্বর এলাকায় এই মিলনমেলা বুধবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হবে।
ভারতীয় পশ্চিমবঙ্গের কোচবিহার-৪৫ বিএসএফ ব্যাটালিয়নের পরিচালক (কমাডেন্ড) সব্রত কুমার রায় জোয়ানদের এই নির্দেশনা দিয়েছেন বলে সীমান্ত সূত্রে জানা গেছে। তবে যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তে বিজিবি-বিএসএফের টহল জোরদার করা হয়েছে।
রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেন,‘আমার ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে ভারতীয় ৪৫-বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে সম্প্রীতির সম্পর্ক রয়েছে। এরই ফলশ্রুতিতে আনন্দঘন পরিবেশে সনাতন ধর্মালম্বীদের উৎসব কালীপূজায় সীমান্তে মিলনমেলা বসেছে। এই মিলনমেলা উভয় দেশের সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নেবে।’
জোংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী ও বাউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বসুনীয়া বলেন,‘ভারতীয় বিএসএফেই কালীপূজা উপলক্ষ্যে মেছেরঘাট এলাকায় মিলনমেলার উৎসব বসায়। সেখানে আমাদের এলাকার লোকজনও যায়। অনেকে ওপারের আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করতে যায়। এতে দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক-সম্প্রীতির উন্নতি ঘটবে।’
বাংলা৭১নিউজ/এসএস