রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বাস্থ্যসেবার আওতাধীন খাতে ইউজার ফি আদায়ে নীতিমালার সুপারিশ ই-বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে সরকার প্রচেষ্টা চালাচ্ছে বিদ্যুৎ উৎপাদনের সহজলভ্য উৎস খোঁজার তাগিদ প্রতিমন্ত্রীর বান্দরবানে বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহত সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে: আইজিপি টেকসই উন্নয়নে সময়োপযোগী আর্থিক ব্যবস্থাপনা অপরিহার্য জামিন নামঞ্জুর, কারাগারে ইশরাক ১৬ ভরি স্বর্ণ ছিনিয়ে পালানোর সময় জনতার হাতে ধরা পুলিশ কর্মকর্তা কঙ্গোতে সামরিক অভ্যুত্থানের চেষ্টা বাবাকে খুঁজে পেতে ঝিনাইদহ-৪ আসনের এমপির মেয়ে ডিবিতে কালশী ট্রাফিক বক্সে আগুন দিলো অটোরিকশাচালকরা কমলাপুর আইসিডি’র নিয়ন্ত্রণ নৌপরিবহন মন্ত্রণালয়কে নিতে সুপারিশ ভোট কম পড়ার বড় ফ্যাক্টর বিএনপি : ইসি আলমগীর অভিবাসী কর্মীদের টেকসই ভবিষ্যৎ নির্মাণে কাজ করছে সরকার উপজেলা নির্বাচন : দ্বিতীয় ধাপে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন এখনো চলছে অটোরিকশাচালকদের বিক্ষোভ, ৩ বাস ভাঙচুর সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা: জেলেরা বলছেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ মেট্রোরেলে ভ্যাট বসানো এনবিআরের ভুল সিদ্ধান্ত : ওবায়দুল কাদের ভাঙ্গায় চেয়ারম্যানপ্রার্থীর উঠান বৈঠকে হামলা-ভাঙচুর

পুনর্মিলনী অনুষ্ঠান: পুলিশের বাধার মুখে কোটা সংস্কার আন্দোলনকারীরা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮
  • ১৫৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: রাজধানীর সেগুনবাগিচায় কোটা সংস্কার আন্দোলনকারীরা পুনর্মিলনী অনুষ্ঠান করতে গিয়ে পুলিশের বাধার মুখ পড়েছেন। আজ শুক্রবার বিকেলে আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সারা দেশের সংগঠকেরা পুনর্মিলনী করতে এসে এই বাধার মুখে পড়েন। এ সময় আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে এক ঘণ্টা পর পুলিশ তাঁদের পুনর্মিলনী অনুষ্ঠান করতে দেয়।

বেলা তিনটার দিকে সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার মিলনায়তনের সামনে গিয়ে দেখা যায়, সেখানে সারা দেশ থেকে আসা নেতারা ফটকের সামনে বিক্ষোভ করছেন। ফটক আটকে পুলিশের কয়েকজন সদস্য দাঁড়িয়ে আছেন। তাঁদের সঙ্গে কথা-কাটাকাটি করছেন কয়েকজন নেতা। উপস্থিত পুলিশ কর্মকর্তারা বলছেন, পুলিশ কমিশনারের লিখিত অনুমতি ছাড়া কাউকে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না।

একপর্যায়ে সেখানে বিক্ষোভ শুরু করেন নেতারা। এ সময় ‘অনুমতি দিতে হবে, দিয়ে দাও’, ‘পুলিশ দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়। বিক্ষোভে সংগঠনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক বলেন, ‘গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারা দেশের কোথাও কোনো সভা সমাবেশে বাধা দেওয়া হবে না। তারপরও কেন তাঁদের বাধা দেওয়া হচ্ছে, সেটা আনুষ্ঠানিকভাবে না জানানো পর্যন্ত কেউ এখান থেকে যাবে না।’

বিকেল চারটার দিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়, তাঁদের এক ঘণ্টার জন্য অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশের রমনা জোনের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বলেন, রাজধানীতে কোনো কর্মসূচি পালন করতে হলে দুই দিন আগে ডিএমপির অনুমতি নিতে হয়। তাঁদের কি সে অনুমতি ছিল? তিনি বলেন, ‘কচি–কাঁচার মেলা কেন তাদের গেট খোলেনি, সেটা জিজ্ঞেস করেন। তারা কি মিলনায়তনের ভাড়া দিয়েছে?’

সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, ‘পুলিশের পক্ষ থেকে আমাদের মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু আজ সকালে জানানো হয়, অনুমতি পাওয়া যাবে না। কিন্তু কেন অনুমতি দেওয়া হবে না সে সম্পর্কে কিছু বলেনি।’ ভাড়ার বিষয়ে তিনি বলেন, ‘এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আগেই ভাড়ার টাকা পরিশোধ করা হয়েছে।’

এই ঘটনায় কেন্দ্রীয় কচি–কাঁচার মেলার কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বাংলা৭১নিউজ/এসকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com