শনিবার, ১৮ মে ২০২৪, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ন্যায়বিচার পাওয়া সাংবিধানিক অধিকার : প্রধান বিচারপতি দুর্যোগ মোকাবিলায় ১ কোটি স্বেচ্ছাসেবী গড়ে তোলার পরিকল্পনা ওয়ারীতে বাথরুমে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ঢাকায় আসছেন কানাডার ইন্দো-প্যাসি‌ফিক বা‌ণিজ্য প্রতি‌নি‌ধি পার্লামেন্টের নারী স্পিকারদের সামিট এক অনবদ্য প্ল্যাটফর্ম টেক্সাসে ভারী বৃষ্টি-ঝড়, নিহত ৭ বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবে, প্রশ্ন ওবায়দুল কাদেরের দুই ম্যাচ আগেই কিংসকে ‘উপহার’ বাফুফের বৃষ্টিতে ফরিদপুরের পাটচাষিদের ৫০ কোটি টাকা সাশ্রয় হামলা আরও জোরালো করতে পারে রাশিয়া, আশঙ্কা জেলেনস্কির ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে মেয়র তাপসের বক্তব্যের ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলনে সাঈদ খোকন সকালের বৃষ্টিতে কিছুটা স্বস্তি রাজধানীবাসীর কানে ঐশ্বরিয়ার লুক নিয়ে নেটপাড়ায় হাসির রোল টাঙ্গাইলে বজ্রপাতে প্রাণ গেলো ২ ভাইয়ের ভারতে চলন্ত বাসে আগুন, ৮ জনের প্রাণহানি বাংলাদেশের তরুণীকে ভারতে নিয়ে পতিতাবৃত্তি, আজ আদালতের রায় ইভিএম ব্যবহারে ব্যাপক প্রচারের নির্দেশ ইসির ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

চাকরির বয়স ৩৫ বছর দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮
  • ১৫৩ বার পড়া হয়েছে
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরত বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে।

বাংলা৭১নিউজ,ঢাকা: সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আজ শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের নেতা–কর্মীরা৷ তাঁরা শনিবার দিনভর শাহবাগ মোড়ে অবস্থান করে নিজেদের দাবির পক্ষে স্লোগান দেন৷ তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শাহবাগ মোড় ছাড়বেন না৷ আজ রাতেও শাহবাগে অবস্থানের ঘোষণা দিয়েছেন সংগঠনের আহ্বায়ক সঞ্জয় দাস।

সঞ্জয় দাস বলেন, ‘গত ২৭ জুন, ১০ সেপ্টেম্বর ও সর্বশেষ ১১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার সুপারিশ করেছেন৷ ২০১২ সাল থেকে আমরা এই দাবিতে আন্দোলন করে আসছি৷ ইতিমধ্যে আমরা মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করেছি৷ রাষ্ট্রপতি আমাদের আশ্বস্ত করেছেন। এ ছাড়া দাবিটি একাধিকবার জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে৷ শুধু আশ্বাসে আমরা আস্থা রাখতে পারছি না৷ তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে৷’

আজ দুপুর সাড়ে ১২টায় জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল নিয়ে এসে শাহবাগ মোড়ে অবস্থান নেন সাধারণ ছাত্র পরিষদের নেতা–কর্মীরা৷ অবরোধের কারণে শাহবাগ-ফার্মগেট, শাহবাগ-পল্টন, শাহবাগ-সায়েন্সল্যাব ও শাহবাগ-টিএসসি অভিমুখী মূল সড়কে যান চলাচল বন্ধ থাকে৷ জাতীয় জাদুঘরের সামনের বাইপাস, শাহবাগ পুলিশ বক্সসংলগ্ন বাইপাস ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সংলগ্ন বাইপাস রাস্তা দিয়ে কিছু কিছু যানবাহন চলে।

বেলা সাড়ে ১১টা থেকে জাতীয় জাদুঘরের সামনে সাধারণ ছাত্র পরিষদের পূর্বঘোষিত সমাবেশ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু জাতীয় জাদুঘরে চীনের স্বরাষ্ট্রমন্ত্রী আসার কারণে দুপুর সোয়া ১২টা থেকে তাদের কর্মসূচি শুরু হয়। জাতীয় গণগ্রন্থাগারের ভেতরে সংগঠিত হয়ে সেখান থেকে মিছিল নিয়ে বেলা সোয়া ১২টার দিকে জাতীয় জাদুঘরের সামনে এসে অবস্থান নেন পরিষদের পাঁচ শতাধিক নেতা–কর্মী৷ জাতীয় জাদুঘরের সামনে কিছুক্ষণ স্লোগান দিয়ে বেলা সাড়ে ১২টার দিকে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন তাঁরা।

বেলা সোয়া একটার দিকে শাহবাগ মোড়ে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। আন্দোলনকারীরা তাঁকে ঘিরে দাঁড়িয়ে নিজেদের দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীদের দাবির বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে গোলাম রাব্বানী তাঁদের বলেন, ‘এই শান্তিপূর্ণ কর্মসূচিতে যেন কোনো সরকারবিরোধী লোক ঢুকতে না পারে।’

অবরোধের শুরুতে আন্দোলনকারীদের হটাতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসানের নেতৃত্বে শাহবাগ পুলিশ বক্সের সামনে পুলিশ সংগঠিতভাবে অবস্থান নিলেও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে যাওয়ার পর পুলিশের অবস্থান শিথিল হতে থাকে। বিকেল চারটার পরে পুলিশকে আর আগের অবস্থানে দেখা যায়নি।

আজ সন্ধ্যা পৌনে ছয়টায় সাধারণ ছাত্র পরিষদের সঙ্গে শাহবাগে এসে অবস্থান নেন ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে আন্দোলনরত মুক্তিযুদ্ধ মঞ্চভুক্ত সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। সংগঠনটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক অধ্যাপক জামাল উদ্দীনের নেতৃত্বে তাঁরা জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে মুক্তিযোদ্ধা কোটা বহালের পক্ষে স্লোগান দেন।

সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করার দাবির সঙ্গে তাঁরা একাত্মতা জানান। সাধারণ ছাত্র পরিষদও তাদের নৈতিক সমর্থন জানায়। ২৫ মিনিট পর জাতীয় জাদুঘরের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

বাংলা৭১নিউজ/সূত্র: প্রথম আলো/এমই

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com