বাংলা৭১নিউজ, ঢাকা: ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে পিছিয়েছে আগামীকালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. মাহাবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২২ মে রোববারের পরীক্ষা হবে ২৭ মে শুক্রবার। রোববারের আলিম পরীক্ষা হবে ২৪ মে।
সাধারণ বোর্ডের পরীক্ষা দুই শিফটে হবে। সকালের পরীক্ষা ৯টায় শুরু হবে। বিকেলের পরীক্ষা শুরু হবে আড়াইটায়। মাদ্রাসা বোর্ডের পরীক্ষা শুরু হবে বিকেল ২টায়।
বাংলা৭১নিউজ/এস