বাংলা৭১নিউজ, ঢাকা: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সিভিল এভিয়েশনের কর্মকর্তারা এক জরুরি বৈঠক শেষে সকাল সাড়ে ১০টা থেকে বিমানবন্দরের সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়া হয়।
সিভিল এভিয়েশন বিভাগের ম্যানেজার উইং কমাণ্ডার রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সকাল সাড়ে ১০টা থেকে ফ্লাইট উঠানামাসহ বিমানবন্দরের সব অপারেশনাল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা আজকের দিন পর্যন্ত বলবৎ থাকবে।
এদিকে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে চট্টগ্রামসহ আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে হালকা বাতাসও বইছে। বিকালের মধ্যে ঘূর্ণিঘড় রোয়ানু চট্টগ্রাম বন্দরে আঘাত করতে পারে।
ঘূর্ণিঝড়ের সতর্কতা সম্পর্কে আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৭ (সাত) নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে । সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম নগরীতে ৫২ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
বাংলা৭১নিউজ/সি