শনিবার, ১১ মে ২০২৪, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিরোধীদের শেষ করে দিতে চান মোদী: কেজরিওয়াল কুয়েতে অবৈধভাবে প্রবেশের দায়ে পাঁচ বাংলাদেশি গ্রেফতার চিকিৎসাহীনতা : বাত-ব্যথায় ‘অল্প’ বয়সেই ‘বৃদ্ধ’ হচ্ছে মানুষ সরকার সিন্দাবাদের দৈত্য হয়ে জনগণের কাঁধে চেপে বসেছে প্রভাবশালীদের ভয়ে প্রভাবিত হওয়া যাবে না: ইসি রাশেদা শাহবাগ থেকে অবরোধকারীদের সরিয়ে দিলো পুলিশ, আটক ১৩ মোহামেডানকে হারিয়ে কিংসের পঞ্চম শিরোপা কেনা সনদের তালিকা প্রস্তুত, জমা দেওয়া হবে কারিগরি বোর্ডে : হারুন বৃষ্টিতে ঢাকার বাতাসে দূষণ কমেছে একমাত্র নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন সম্ভব : হানিফ পল্টনে কুড়িয়ে পাওয়া শপিংব্যাগে ককটেল বিস্ফোরণে কিশোর আহত তিন সঞ্চালন লাইন চালু করল পিজিসিবি কোথাও জলাবদ্ধতা হলে হটলাইনে কল করতে বললেন মেয়র কুয়েতে রাজনৈতিক অস্থিরতা, সংসদ ভেঙে দিলেন আমির চাঁপাইনবাবগঞ্জে আগাম আমের বাগান বিক্রিতে হিমশিম বঙ্গবন্ধুর সমাধিতে সেতু মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির শ্রদ্ধা অ্যামেক্স, সিটিম্যাক্স কার্ড থেকেও ‘অ্যাড মানি’ করা যাচ্ছে বিকাশে গাজীপুরে জামাইকে পিটিয়ে হত্যা, স্ত্রী-শ্বশুরসহ গ্রেপ্তার ৪ স্মার্ট বাংলাদেশ গঠনে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই আফগানিস্তানে আকস্মিক বন্যায় একদিনে দুই শতাধিক মানুষের মৃত্যু

নতুন চ্যালেঞ্জের মুখে আনোয়ার ইব্রাহীম

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ১৫৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক: মালয়েশিয়ার পিপলস জাস্টিস পার্টির চেয়ারম্যান আনোয়ার ইব্রাহীম পোর্ট-ডিকসনের উপ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন।

শনিবার পোর্ট-ডিকসনের উপ-নির্বাচনের জন্য প্রার্থীদের মনোনয়ন ঘোষণা করা হবে।

এর মাধ্যমে মালয়েশিয়ার আইনসভায় আনোয়ার ইব্রাহীম শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবেন বলে আশা করছেন বিশ্লেষকরা।

এদিকে, আনোয়ার ইব্রাহীমের উপ-নির্বাচনের জন্য প্রার্থী হিসাবে মনোনয়ন পাওয়া বৈধ কিনা তা জানতে চেয়ে দেশটির সর্বোচ্চ আইন কর্মকর্তার কাছে লিখিত আবেদন জানিয়েছেন মালয়েশিয়ার একজন নারী আইনজীবী।

গত সপ্তাহে সিতি জাবেদাহ কাশিম নামের ওই আইনজীবী মালয়েশিয়ার এটর্নি জেনারেল টমি থমাসকে লিখিত আবেদন জানান।

পিকেআরের নেতা আনোয়ার ইব্রাহীম পাঁচ বছর কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পরে এক রাজ আদেশে চলতি বছরের মে মাসে মুক্তি লাভ করেন।

সিতি জাবেদাহ পোর্ট-ডিকসনের আসন্ন নির্বাচনে আনোয়ার ইব্রাহীমের প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে তীব্র সমালোচনা করেন।

তিনি অবশ্য এখনো এটর্নি জেনারেলের দফতর বা নির্বাচন কমিশনের কাছ থেকে তার করা আবেদনের বিষয়ে কোনো উত্তর পাননি।

তিনি বলেন, আমি আশা করি তার মনোনয়ন দেয়ার পূর্বে এই বিষয়ে একটি ব্যাখ্যা দেয়া হবে।

‘আনোয়ার ইব্রাহীমকে কি সাজা কমিয়ে মুক্তি দেয়া হয়েছে নাকি রাজ আদেশে মুক্তি দেয়া হয়েছে তাদেরকে অবশ্যই এ বিষয়টি পরিষ্কার করতে হবে।’

পোর্ট-ডিকসনের নির্বাচনের আর মাত্র এক সপ্তাহ বাকি রয়েছে। অথচ আইনজীবী সিতি জাবেদাহ জানিয়েছেন, তিনি আনোয়ার ইব্রাহীমকে মুক্তি দেয়ার রাজ আদেশের পুরো কাগজপত্র এখনো হাতে পাননি।

তিনি বলেন, যদি মালয়েশিয়ার রাজা আনোয়ার ইব্রাহীমের প্রতি ক্ষমার আদেশ দেন তবে নির্বাচন করতে কোনো প্রকার জটিলতা থাকার কথা না। কারণ রাজার ক্ষমা করার এখতিয়ার রয়েছে।

‘তখন এটি ব্যাখ্যা করতে আমাদের জন্য অতোটা কষ্টকর হবে না।’

আনোয়ার ইব্রাহীম ২০১৫ সালে সমকামিতার অভিযোগে পাঁচ বছর কারদণ্ডে দণ্ডিত হন।

আনোয়ারের মুক্তির জন্য পরবর্তীতে পাকতান হারপানের নেতারা দেশটির রাজার প্রতি আবেদন জানান।

মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ তাকে নিজের উত্তরসূরি হিসেবে ঘোষণা দিয়েছেন।

তার মুক্তির পূর্বে পাকতান হারপানের নেতারা রাজাকে প্যারোল বোর্ডের সুপারিশ ক্রমে যেকোনো বন্দির প্রতি ক্ষমা প্রদর্শন করার ক্ষমতা দেয়।

মালয়েশিয়ার পোর্ট ডিকসনের আসন্ন উপ-নির্বাচনে জয়লাভের মাধ্যমে আনোয়ার ইব্রাহীম দেশটির ‘নেলসন ম্যান্ডেলা’ হতে যাচ্ছেন বলে এমনটি অভিমত ব্যক্ত করেছেন দেশের রাজনৈতিক বিশ্লেষকরা।

তবে কারো কারো মতে, পোর্ট ডিকসনের উপ-নির্বাচন নয় বরং আনোয়ার ইব্রাহীম ‘মালয়েশিয়ার নেলসন মেন্ডেলা’ হতে পারবেন দেশটির প্রধানমন্ত্রী হওয়ার মাধ্যমে।

আর এ উপনির্বাচনে জয়লাভের মাধ্যমে আনোয়ার ইব্রাহীম দেশটির আইন সভাতে প্রবেশের সুযোগ লাভ করতে যাচ্ছেন। সূত্র: এরাবিয়ান জার্নাল।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com