মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে ২৩৫ মিলিমিটার বৃষ্টি, বিস্তীর্ণ এলাকা প্লাবিত রপ্তানি বাড়াতে অঞ্চলভিত্তিক আম প্যাকেজিং হাউজ তৈরিসহ ৮ দাবি ফের যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে টাইগাররা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হাতিয়ায় জনজীবন বিপর্যস্ত পিপিপি পদ্ধতিতে দুই বস্ত্রকল চালুসহ ৫ প্রস্তাব অনুমোদন বাচ্চু পরিবার ও লা মেরিডিয়ানের মালিকের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সঞ্জীভা গার্ডেনে ভিডিওকলে শিমুল-‘কসাই’ জিহাদ, দেখাল হত্যার স্থান ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে তিতাস-মেঘনা নদীর পানি বাড়ছে মাদক মামলার ভয় দেখিয়ে ছিনতাই: দুই পুলিশ সদস্যের দণ্ড ঘূর্ণিঝড়ে দুই বিদ্যুৎ বিতরণ সংস্থার ক্ষতি ৮৩ কোটি টাকা কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন পুলিশের ১৮০ সদস্য ঘূর্ণিঝড় রেমাল বিদ্যুৎহীন উপকূলের ১ কোটি ৫৫ লাখ পরিবার ‘সভ্য সমাজে এত নিষ্ঠুর হত্যাকাণ্ড হতে পারে না’ ঘূর্ণিঝড় রিমাল ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ডিম মজুতের খবর পাওয়া যাচ্ছে, তদারকি করা হবে: কৃষিমন্ত্রী টানা বৃষ্টিতে পানি নিচে নিউমার্কেট এলাকা পানির নিচে ঢাকা পান্থপথে ভেঙে পড়েছে গাছ দিনাজপুরে শ্যালিকা হত্যায় দুলাভাইয়ের মৃত্যুদণ্ড খুলনায় উপড়ে পড়েছে শত শত গাছ, ভেঙেছে সাইনবোর্ড-বিলবোর্ড

রোয়ানু: বইছে ঝড়ো হাওয়া, পাহাড়ধসে নিহত ২

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২১ মে, ২০১৬
  • ১২৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: ঘূর্ণিঝড় রোয়ানু’র প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় প্রচণ্ড ঝড়ো হাওয়া বইছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসে দুইজনের নিহত হবার খবর পাওয়া গেছে। এছাড়া ভোলার তজুমদ্দিনে গাছচাপায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে শতাধিক। ঝড়ো হাওয়ায় ভোরে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। পটুয়াখালীর কুয়াকাটা উপকূলে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ঝড়ে একজন নিহত ও ২ জন আহত হয়েছেন। চট্টগ্রাম, মংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজার উপকূলীয় এলাকাসহ দেশের সব রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে।

চট্টগ্রাম: ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে চট্টগ্রামে সকাল থেকেই টানা বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রামবন্দরের পণ্য উঠানামাসহ সব ধরণের কার্যক্রম বন্ধ রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টি শনিবার দুপুর নাগাত চট্টগ্রাম অতিক্রম করতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৬২ কিলোমিটার বেগে বইছে। এছাড়া ঘূর্ণিঝড়ের সময় তিন থেকে চার ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

বরিশাল: ঘূর্ণিঝড়ের প্রভাবে বরিশালেও সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় একশ’ ৯৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নগরীর সড়কগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তীরবর্তী নিচু এলাকা ২ থেকে ৩ ফুট পানিতে তলিয়ে গেছে। রোয়ানু’র আশঙ্কায় বরিশাল নৌবন্দর থেকে সকল রুটে ছোট বড় লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বিআইডব্লিউটিএ।

বাগেরহাট: বাগেরহাটেও রোয়ানুর প্রভাবে বৃষ্টির পাশাপাশি বইছে ঠাণ্ডা বাতাস। সকাল থেকে টানা বৃষ্টিপাতে শহরের অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সাগর উত্তাল থাকায় মাছ ধরা ট্রলারগুলো উপকূলের বিভিন্ন নদনদীতে অবস্থান নিয়েছে।

পটুয়াখালী: এদিকে পটুয়াখীতে ঘূর্ণিঝড়ে বেশ কিছু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় একজন নিহত এবং অন্তত ২ জন আহত হয়েছেন। ভোর থেকে মুষলধারে বৃষ্টিপাত হওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। শুক্রবার রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত গত ৬ ঘণ্টায় ১শ’ ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে বন্দর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন।

বাংলা৭১নিউজ/এসএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com