শনিবার, ১১ মে ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করল ওয়েস্ট ইন্ডিজ সকালের বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা হায়দার আকবর খান রনো মারা গেছেন জাতিসংঘে পূর্ণ সদস্য হওয়ার যোগ্যতার স্বীকৃতি পেলো ফিলিস্তিন নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২ রাশিয়ায় সেতু থেকে নদীতে বাস পড়ে নিহত ৭ নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে লরি, নিহত ২ শেষ দিনে ভিসার অপেক্ষায় ৩২ হাজার হজযাত্রী পৃথিবীতে আঘাত হানল শক্তিশালী সৌরঝড় ‘অসাম্প্রদায়িকতার প্রতীক পহেলা বৈশাখ আমাদের মূল চালিকাশক্তি’ আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত অন্তত ৬০, নিখোঁজ আরও বহু ‘ইসরায়েলগামী’ ৩ জাহাজে হুথির ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা সিআইপি হলেন প্রাণ-আরএফএলের তিনজনসহ ১৮৪ ব্যবসায়ী হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত, আহত ৫০ জুয়া ও হুন্ডির কারণে মুদ্রাপাচার বাড়ছে: অর্থমন্ত্রী একনেকে সাড়ে ৫ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ডলারের দাম বাড়ায় আমদানিতে প্রভাব পড়বে না: সালমান এফ রহমান খোলাবাজারে ডলার ১২৫ টাকা মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে ঝুলন্ত সেতু নির্মাণ খাদ্যমন্ত্রীর বড় ভাই ধীরেশ চন্দ্র মজুমদার মারা গেছেন

রবের বাসায় বৈঠক: শনিবার জাতীয় ঐক্যের কর্মসূচি ঘোষণা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ২১৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা:জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের বাসায় বৈঠক করেছেন যুক্তফ্রন্ট ও গণফোরামের নেতারা। জাতীয় ঐক্য প্রক্রিয়াকে সামনে রেখে  বৈঠকটি হয়। বৃহস্পতিবার রাত আটটায় শুরু হওয়া বৈঠক শেষ হয় রাত পৌনে ১০টায়। বৈঠকে তিন দলের যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়া একসঙ্গে কাজ করবে বলে একমত হন নেতারা।বৈঠক শেষে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এ সিদ্ধান্তের কথা জানান। 

বৈঠকে সিদ্ধান্ত হয় গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের দাবি ও রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্য সামনে রেখে বৃহত্তর জাতীয় ঐক্য গড়তে শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার কর্মসূচি ঘোষণা হবে। বৈঠকে বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও নাগরিক ঐক্যের সমন্বয়ে গঠিত যুক্তফ্রন্টের ৯ দফা ও গণফোরামের নেতৃত্বে জাতীয় ঐক্য প্রক্রিয়ার ৭ দফা নিয়ে আলোচনা হয়। দফাগুলো আজ শুক্রবারের মধ্যে সমন্বয় করে আগামীকাল শনিবার সকাল ১১টায় শহীদ মিনার থেকে কর্মসূচি ঘোষণা করবেন নেতারা।

বৈঠকে বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, জেএসডি সভাপতি আসম আবদুর রব, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণফোরামের নির্বাহী সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী, বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহি বি. চৌধুরী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহবায়ক আ ব ম মোস্তফা আমীন, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার প্রমুখ নেতারা অংশ নেন।

এদিকে বৈঠক চলাকালে আ স ম রবের বাসার সামনে স্থানীয় থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অবস্থান নিয়ে ছিলেন।

বাংলা৭১নিউজ/এমকে

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com