বুধবার, ২৬ জুন ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত বরিশাল পাসপোর্ট অফিসে ছদ্মবেশে ফের দুদকের অভিযান কারাগারের ছাদ ফুটো করে পালিয়েও রক্ষা পেলেন না ৪ ফাঁসির আসামি কেনিয়ায় পার্লামেন্টে হামলা, পুলিশের গুলিতে নিহত ১৩ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাপানের উপমন্ত্রীর সাক্ষাৎ পুকুরে ফেলা গ্যাস বাবুর মোবাইল উদ্ধারে ঝিনাইদহে যাচ্ছে ডিবির দল খালেদা জিয়ার মুক্তির দাবিতে শিগগির কর্মসূচি: ফখরুল ‘দেশের মানুষকে আমরা কষ্ট দিয়েছি’ ক্ষমা চাইলেন শান্ত বেনজীরের পাসপোর্ট জালিয়াতি: অধিদপ্তরের ৮ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ ঈদ যাত্রার ১৩ দিনে সড়কে নিহত ২৩০ জন : বিআরটিএ প্যানারমিক সানরুফসহ যেসব সুবিধা থাকছে নতুন মাহিন্দ্রা থারে গঙ্গার পানিবণ্টন নিয়ে মমতার অভিযোগ খারিজ মোদী সরকারের মামুনুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সুনীল অর্থনীতিকে আরও এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর উপকূলে নাজুক বেড়িবাঁধ যেন মরণ ফাঁদ রাষ্ট্রপতির সঙ্গে সফররত চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সাক্ষাৎ বিকাশে সম্মানী পাবেন ৪র্থ অর্থনৈতিক শুমারির কর্মীরা গোপন চুক্তি করলে এখন বিএনপি ক্ষমতায় থাকতো : মির্জা ফখরুল ২৭ জুন পদ্মা সেতুর ৩১৪ কোটি টাকার চেক হস্তান্তর : সেতুমন্ত্রী ‘সামাজিক বিচারের মাধ্যমে মামলা কমিয়ে আনা সম্ভব’

গাজীপুরে ব্যবসায়ী খুনে সাতজনের ফাঁসি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮
  • ১০৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, গাজীপুর প্রতিনিধি: সাতবছর পর গাজীপুরের আলোচিত মিলন হত্যার ঘটনায় সাতজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে মিলন ভূইয়া নামের ওই ব্যবসায়ী হত্যার শিকার হয়েছিলেন। এছাড়া রায়ে আরও একজনের ১০ বছর কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে গাজীপুরে মিলন ভূইয়া নামে এক ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া রায়ে একজনের ১০ বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

সোমবার সকালে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এ রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রাজিব হোসেন রাজু, মো. কাইয়ুম, রাজিব হোসেন, ফারুক হোসেন, শফিকুল ইসলাম, আলী হোসেন ও মোহাম্মদ আলী। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়।

এছাড়া মাসুদ নামে অপর একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। আপরাধ প্রমাণ না হওয়ায় খালাস দেয়া হয় দুইজনকে। রায় ঘোষণার সময় আদালতে সাত আসামি উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরা এলাকার হাবিবুর রহমানের ছেলে মিলন ভ‚ইয়া নির্মাণ কাজের ব্যবহৃত সামগ্রী বাঁশ কাঠ প্লেন সিট ভাড়ার ব্যবসা করতেন। ব্যবসার পাওনা টাকা আদায় করাকে কেন্দ্র করে আসামিদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।

বিরোধের জেরে ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় গাজীপুর মহানগরের ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে দিয়ে আসার সময় আসামিরা মিলনের গতিরোধ করে তাকে কুপিয়ে জখম করে। খবর পেয়ে স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মিলনের মামা আকতার হোসেন বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা করেন। পরে ঘটনা তদন্ত করে ১০ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে সিআইডি। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষের আইনজীবী অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।  সূত্র: ঢাকাটাইমস।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com