বাংলা৭১নিউজ,ঢাকা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন (৪৮) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে কৃষ্ণনগর বাজারের যুবলীগ অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোশারফ হোসেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের ছৈয়লউদ্দিন কাগুজির ছেলে ও জেলা জাতীয় পার্টির সহসাংগঠনিক সম্পাদক।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, শনিবার রাত ১১টার দিকে কৃষ্ণনগর ইউনিয়ন যুবলীগ অফিসের সামনে ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেনসহ কয়েকজন বসে গল্প করছিলেন। মোটরসাইকেলে চড়ে আসা কয়েকজন দুর্বৃত্ত মোশারফ হোসেনকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় মোশারফকে উদ্ধার করে দ্রুত কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসক মহসীন আলী জানান, হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা গেছেন। তাঁর কানে ও মুখে গুলি লেগেছে।
দুর্বৃত্তকারীদের ছয়জনের একটি দল দুটি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসে। তাদের মধ্য থেকে একজন নিহত চেয়ারম্যান মোশারফ হোসেনকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল বলে জানা গেছে।
কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ হত্যাকারীদের ধরতে মাঠে নেমেছে।
বাংলা৭১নিউজ/এসএইচ