শনিবার, ১৮ মে ২০২৪, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা নেই বেনাপোল-পেট্রাপোল দিয়ে ভারত ভ্রমণে তিনদিনের নিষেধাজ্ঞা ঢাবিতে বিষমুক্ত ফল নিশ্চিতের দাবিতে মানববন্ধন গোপালগঞ্জের সেপটিক ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে ২ শ্রমিক নিহত দিল্লির তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে ভোট বর্জনই বিএনপির আন্দোলন: এ্যানি আফগানিস্তানে বন্যায় ৫০ জনের মৃত্যু করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১১ পশুর জন্য প্রাকৃতিক খাদ্য উৎপাদন বাড়াতে বললেন প্রাণিসম্পদ মন্ত্রী বাংলাদেশ ব্যাংক স্বাধীন সত্তা হারিয়েছে: ড. ফাহমিদা ৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিউটন গ্রেপ্তার জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি ন্যায়বিচার পাওয়া সাংবিধানিক অধিকার : প্রধান বিচারপতি দুর্যোগ মোকাবিলায় ১ কোটি স্বেচ্ছাসেবী গড়ে তোলার পরিকল্পনা ওয়ারীতে বাথরুমে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ঢাকায় আসছেন কানাডার ইন্দো-প্যাসি‌ফিক বা‌ণিজ্য প্রতি‌নি‌ধি পার্লামেন্টের নারী স্পিকারদের সামিট এক অনবদ্য প্ল্যাটফর্ম

ভোটের সম্ভাব্য তারিখ ২৭ ডিসেম্বর- অর্থমন্ত্রী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ১৩৮ বার পড়া হয়েছে
ফাইল ছবি

বাংলা৭১নিউজ, ঢাকা: ‘নির্বাচন হতে পারে আগামী ২৭ ডিসেম্বর। সেই হিসাবে ২৫ সেপ্টেম্বরের আগে নির্বাচনকালীন সরকার গঠন করা হতে পারে’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। এ সময় নির্বাচন সংক্রান্ত প্রশ্নের জবাবে মুহিত এমন মন্তব্য করেন। এর আগে জাগো নিউজের সঙ্গে আলাপচারিতায় আওয়ামী লীগের একাধিক সভাপতিমণ্ডলীর সদস্য ২৭ ডিসেম্বর নির্বাচনের সম্ভাব্য তারিখ বলে জানান।

আজ অর্থমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে মনে হয়েছে আগামী ২৭ ডিসেম্বর তারা (নির্বাচন কমিশন) জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা ভাবছে। এজন্য সরকারও প্রস্তুতি নিচ্ছে। আগামী ২০ দিনের মধ্যে বর্তমান সরকারের কাঠামো ভেঙ্গে দিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে। সরকারটি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মডেল অনুযায়ী।’

‘প্রধানমন্ত্রীকে প্রধান করে স্বল্পসংখ্যক মন্ত্রী নিয়ে এ সরকার হবে। সংসদ থাকবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত। নতুন সরকার না হওয়া পর্যন্ত সংসদ বহাল থাকবে’- বলেন অর্থমন্ত্রী।

ওই সরকারে বিএনপি বা সুশীল সমাজের প্রতিনিধি থাকবে কিনা- জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘বিএনপি বা সুশীল সমাজের প্রতিনিধি কারোরই নির্বাচনকালীন সরকারে থাকার সুযোগ নেই। সংবিধান অনুযায়ী ওই সরকারের প্রতিনিধি হবেন সংসদ সদস্যরা। ফলে যিনি সংসদ সদস্য নন তিনি সরকারে অন্তর্ভুক্ত হতে পারবেন না।’

ইভিএম (ইলেকট্রিক ভোটিং মেশিন) ব্যবহার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘ইভিএম ছাড়া নির্বাচন কখনোই পুরোপুরি সুষ্ঠু হবে না। নির্বাচন কমিশনে অনেক সংস্কার হয়েছে। এবার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।’

নির্বাচনে বিএনপির অংশ নেয়া প্রসঙ্গে তিনি বলেন, আমি আশা করি নির্বাচনে বিএনপি আসবে। না এলে তো তারা অদৃশ্য হয়ে যাবে।

সংবিধান অনুযায়ী, ৩০ অক্টোবর থেকে ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে ভোটের সম্ভাব্য সময় ধরে প্রস্তুতি নেয়ার কথা এর আগেও জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

আসন্ন নির্বাচনের পরিবেশ সম্পর্কে অর্থমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, নির্বাচনের জন্য দেশে এখন ‘ভালো পরিবেশ’ বিরাজ করছে। ‘আমার নিজস্ব ধারণা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। নির্বাচনে চুরি-চামারি করা মুশকিল।’ সূত্র: জাগোনিউজ।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com