বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জিডিপিতে পর্যটন শিল্পের অবদান প্রায় ৪ শতাংশ ভারতে পদদলনে নিহতের সংখ্যা বেড়ে ৮৭ লিবিয়ায় ২ ভাইকে জি‌ম্মি, মুক্তিপণ নিতে এসে গ্রেপ্তার ২ দুর্নীতির বিরুদ্ধে কথা বলে ব্যারিস্টার সুমন দুর্নীতিবাজের রোষানলে পাঁচমাসে ৬১১ অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: সংসদে পরিবেশমন্ত্রী মেয়ের পরকীয়ার জেরে খুন হন সাবেক এমপির স্ত্রী, ১৩ বছর পর রহস্য ভেদ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবার দেশের সব বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা উন্নয়ন প্রকল্পে এডিবির বিনিয়োগ ২২ হাজার কোটি টাকা নেত্রকোনায় সব নদ-নদীর পানি বাড়ছে গাজীপুরে পুলিশ-শ্রমিক সংঘর্ষ কুয়েতে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৫০ প্রবাসী গ্রেপ্তার মতিউর ও স্ত্রী-সন্তান‌দের সম্প‌দের হিসাব চেয়ে নো‌টিস শেরপুরে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে বহু গ্রাম প্লাবিত আনন শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন আনোয়ারা সৈয়দ হক রোহিঙ্গাদের জন্য ১.৫ মিলিয়ন ইউরো দিচ্ছে ফ্রান্স অবশেষে ব্যয়যোগ্য রিজার্ভের তথ্য জানালো কেন্দ্রীয় ব্যাংক প্রত্যয় স্কিম বাতিলে শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক: অর্থমন্ত্রী সৌদি গমনেচ্ছুদের প্রতারণা থেকে রক্ষায় কাজ করবে যৌথ টাস্কফোর্স কোটা বাতিলের দাবিতে শাহবাগে ঢাবি শিক্ষার্থীদের অবস্থান

প্রধান শিক্ষক পুনর্বহাল, ম্যানেজিং কমিটি বাতিল

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬
  • ১৩২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: বাংলাদেশের নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে তার পদে পুনর্বহালের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
একই সাথে বাতিল করা হয়েছে ওই স্কুলের ম্যানেজিং কমিটি।

ঢাকায় এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব ঘোষণা দেন।
তিনি বলেন, ‘মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি প্রাথমিকভাবে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগের সত্যতা পায়নি।
প্রধান শিক্ষকের সাথে যা হয়েছে তা অত্যন্ত অন্যায় ও দু:খজনক।’

তবে শিক্ষক লাঞ্চনার ঘটনায় স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের ভূমিকা কি ছিলো এ বিষয়ে বারবার প্রশ্ন করা হলেও মন্ত্রী তার সরাসরি জবাব দেননি।

এমপির উপস্থিতিতেই গত ১৩ই মে প্রধান শিক্ষককে কান ধরে ওঠ-বস করিয়ে সাজা দেয়ার অভিযোগ ওঠে।
প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে এর আগে উত্তেজিত একদল লোক মারধোর করে।
পরদিন ১৪ইমে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত তার ওপর নির্যাতনের বিস্তারিত বর্ণনা দেন।
তিনি অভিযোগ করেন যে, ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন এমন অপবাদ দিয়ে তার বিরুদ্ধে স্থানীয় লোকজনকে ক্ষেপিয়ে তোলা হয়েছিল।
শ্যামল কান্তি ভক্ত বলেন, তিনি স্কুলের এক ছাত্রকে সাজা দিতে গিয়ে মারধোর করেছিলেন। সেই ঘটনাটিকেও তার বিরুদ্ধে ব্যবহার করা হয়। বলা হয়, এই ছাত্রকে মারার সময় তিনি ধর্ম সম্পর্কে কটু কথা বলেছেন।
এরকম কোন মন্তব্য করার কথা তিনি অস্বীকার করেছেন।
স্কুলের পরিচালনা নিয়ে বিরোধের জের ধরে যারা তার ওপর ক্ষুব্ধ ছিল তারা পুরো ঘটনার পেছনে আছে বলে অভিযোগ করেছেন তিনি।
স্থানীয় এমপি সেলিম ওসমান স্বীকার করেছেন যে এই শিক্ষককে কান ধরে ওঠ-বস করিয়ে সাজা দেয়া হয়।
তিনি দাবি করেছেন, জনরোষ থেকে এই শিক্ষককে বাঁচাতে এ ছাড়া আর কোন উপায় ছিল না।

বাংলা৭১নিউজ/এসএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com