বাংলা৭১নিউজ,চট্টগ্রাম: এবারের এসএসসি পরীক্ষায় ঘুরে দাঁড়িয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। গতবারের তুলনায় এবার মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা দুটোই বেড়েছে।
শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের মতে, তিন পার্বত্য জেলায় পাসের হার বাড়ায় সামগ্রিক ফলাফলে এর প্রভাব পড়েছে। তবে ফলাফল ভালো হলেও আসন স্বল্পতার কারণে ভালো কলেজে ভর্তির সুযোগ পাবে না অনেক শিক্ষার্থী।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার পাশের হার ৯০.৪৪ শতাংশ । ২০১৫ সালে যা ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ। গতবার জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ছিল ৭ হাজার ১১৬ জন । এবার ৫৫০ জন বেড়েছে। শিক্ষার্থীদের সৃজনশীলে ভীতি কমার কারণেই চট্টগ্রাম শিক্ষাবোর্ড ভালো ফল করেছে বলে জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।
প্রতিবারই মাধ্যমিক পরীক্ষায় ফল খারাপ করতো তিন পার্বত্য জেলা। কিন্তু এবার পার্বত্য জেলার পাশের হার বাড়ায় সামগ্রিক ফলাফল ভালো হয়েছে বলে জানালেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান।
এদিকে ভাল ফল করলেও এবার অনেক শিক্ষার্থী আসন স্বল্পতার কারণে ভালো কলেজে ভর্তির সুযোগ পাবে না বলে মনে করেন বোর্ডের কর্মকর্তারা। নগরীতে সরকারি কলেজ রয়েছে ৬টি । যেখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে মাত্র ৫ হাজার ৮৮৫ জন শিক্ষার্থী।
এছাড়া শিক্ষা বোর্ডের অধীনে ১৯৬টি বেসরকারি কলেজে ভর্তির সুযোগ পাবে ৩৯ হাজার শিক্ষার্থী।
বাংলা৭১নিউজ/এসএইস