বাংলা৭১নিউজ, চাঁদপুর প্রতিনিধি: নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
শুক্রবার দুপুরে চাঁদপুর পুলিশ লাইনসে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জাবেদ পাটোয়ারী বলেন, ছাত্র আন্দোলনে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যে কয়েকজন আটক হয়েছে। বাকি যারা জড়িত আছে, ইন্ধনদাতা আছে, তাদেরও শিগগির আটক করা হবে।
অনুষ্ঠানে নারী পুলিশ ব্যারাক, পুলিশ ফাঁড়ি ও পুলিশ লাইনস জামে মসজিদের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান, চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর পৌরসভার মেয়র মো. নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারী প্রমুখ। সূত্র: যুগান্তর।
বাংলা৭১নিউজ/জেএস