শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান দাবি মানার আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

এসিল্যান্ড শুন্য তিতাসের ভূমি অফিস

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮
  • ২৪০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, কুমিল্লা উত্তর প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলা ভূমি অফিস গত এক বছর ধরে এসিল্যান্ড (সহকারী কমিশনার ভূমি) শূন্য রয়েছে। ফলে ভূমি দপ্তরটিতে অফিসিয়াল কাজকর্মের গতি হারাচ্ছে অপরদিকে জমি-জমা নিয়ে এলাকার সর্বত্র বিরোধ আশংজনকভাবে বেড়ে গেছে।

বর্তমান ইউএনও মোহাম্মদ আলমগীর হোসেন তিতাতে যোগদান করার পর থেকে প্রতিটি দপ্তরে আগের তুলনায় অনিয়ম ও দুর্নীতি কমে যায়  এবং কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ফিরে আসে কর্মচাঞ্চল্য। কিন্তু এখানকার ইউনিয়ন ভূমি অফিসের অনিয়ম এতটুকুন কমেনি।

এসব অনিয়মের জন্য ভূক্তভোগিরা সংশ্লীষ্ট ইউনিয়ন ভূমি অফিস কর্তা তহসিলদারকে দায়ি করে বলেছেন, তিনি ইচ্চা করেই জমি-জমার বিরোধ লঅগিয়ে রাখছেন। এসিল্যান্ড না থাকার কারণে ইউনিয়ন ভূমি অফিসগুলো যেন দুর্নীতির আকড়ায় পরিনত হয়েছে। দালালদের উৎপাত বেড়ে গেছে তহসিলদার অফিসগুলোতে।

জানা গেছে, এসব দালাল তহসিলদারের নিয়োগকৃত। এলাকাবসী ও ভূক্তভোগিদের অভিযোগ তহসিলদাররা জমি সংক্রান্ত একটু বিরোধের গন্ধ পেলেই এই বিরোধকে আরো জটিল করে তুলছে ওই দালালদের মাধ্যমে। সুযোগে দালালদের মাধ্যমেই সংশ্লিষ্ট তহসিলদাররা উভর পক্ষ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে বলেও অনেকে অভিযোগ করেছেন। তহসিলদারদের বেপরোয়া এসব ঘুষ বানিজ্যের কারণে জমির বিরোধ নিয়ে পক্ষে-বিপক্ষে সংঘর্ষও বাধছে। এতে করে তহসিলদারদের অর্থ টানতে আরো সুযোগ সৃষ্টি হচ্ছে।

সবচেয়ে বেশি অনিয়ম ও দূর্নীতি চলছে মজিদপুর ইউনিয়ন ভূমি অফিসে। এখানে দালাল ছাড়া কোন কাজ হয় না। সংশ্লীষ্ট অফিস সূত্রে জানা যায়, এসিল্যান্ড  মোহাম্মদ তৌদিুল ইসলাম গত বছরের ৮জুন তিতাস থেকে অন্যত্র বদলি হয়ে যান। বছর পার হয়ে গেলেও এখানে এসিল্যান্ড পদটি শূন্য থেকে যায়।

বর্তমান ইউএনও ( তিতাস উপজেলা  নির্বাহী কর্মকর্তা) মোহাম্মদ আলমগীর হোসেন গত বছরের ১২ সেপ্টম্বর তিতাতে যোগদান করার পর এখানকার প্রতিটি দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে আসে। বিগত দিনগুলোর তুলনায় অনিয়ম অনেকাংশ কমে যায়। দক্ষ ও করিৎকর্মা বর্তমান ইউএনও আলমগীর হোসেনের নিখুত কর্ম পরিকল্পনার ফলে তিতাসে দুর্নীতি নাই বললেই চলে।

তিনি বর্তমানে এসিল্যান্ড পদেরও দায়িত্বও পালন করছেন। দুর্নীতিবাজ কতিপয় তহসিলদারদের ও ইউনিয়ন ভুমি অফিসের প্রতি তদারকি করার জন্য এলাকাবাসী ইউএনও’র প্রতি জোর  দাবি জানিয়েছেন।

এলাকবাসী মনে করছেন, সুযোগ্য ইউএনও স্যার ইউনিয়ন ভূমি অফিসগুলোতে একটু সু-নজর দিলে হয়ত এখানকার অন্যান্য দপ্তরগুলোর মত এখানেও সচ্ছতা ফিরে আসবে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com