বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় পাউবো’র কাজে দূর্নীতি: ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রতিমন্ত্রীর স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে গুলি, অবস্থা আশঙ্কাজনক টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার কিশোরীকে ধর্ষণের পর হত্যা, মৌলভীবাজারে দুজনের মৃত্যুদণ্ড রোহিঙ্গা ক্যাম্পে নাশকতা চালাতে পাহাড়ে আস্তানা গাড়েন আরসা সদস্যরা দুরারোগ্য রোগে আক্রান্তদের দ্রুত আর্থিক সহায়তা দেওয়ার সুপারিশ ২য় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৪৫৬ প্রার্থী ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, একদিনে কাড়লো ৩ প্রাণ খালে ময়লা ফেললে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে: মেয়র আতিক ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার সিদ্ধান্ত বিশ্বকাপ খেলতে রাতে দেশ ছাড়ছে বাংলাদেশ দল গাইবান্ধায় ধান কাটার সময় বজ্রপাতে দুইজনের মৃত্যু বাংলাদেশ ব্যাংকে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলন জাল জন্মনিবন্ধন তৈরি চক্রের দুই সদস্য গ্রেপ্তার কুড়িল বিশ্বরোডে পোশাক শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট দেশের ১৩ গুণীজনকে সম্মাননা প্রদানের উদ্যোগ রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে এক লাখ ৭০ হাজার টন সার কিনবে সরকার খুলনা বিভাগে বিদ্যুতের ২৫টি উপকেন্দ্র, ব্যয় হবে ৬০৮ কোটি টাকা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চায় যুক্তরাষ্ট্র আত্মসমালোচনা ছাড়া প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয়: ধর্মমন্ত্রী

ছাত্র আন্দোলন : ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার ৩

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ৮ আগস্ট, ২০১৮
  • ২০৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেয়া ও গুজব ছড়ানোর অভিযোগে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার  র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব–২) সূত্র জানায়, গ্রেফতার হওয়া তিন ব্যক্তি হলেন আক্তারুজ্জামান টনি, আসাদুল্লাহ আল গালিব ও মুনইন সরকার।

র‍্যাবের পক্ষ থেকে বলা হয়, সাম্প্রতিককালে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভিন্ন স্থানে কতিপয় স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিরাপদ সড়ক চাই আন্দলনকে ভিন্নখাতে প্রভাবিত করার উদ্দেশ্যে কিছু অসাধু ব্যক্তি তাদের ব্যক্তিগত মোবাইল ফেসবুকে মিথ্যা স্ট্যাটাস,উস্কানিমূলক মিথ্যা তথ্য সম্বলিত বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তাদের নিজস্ব গ্রুপের সদস্যদের নিকট বিভিন্ন রকম পোষ্ট বার্তা আদান প্রদান করছে এবং ছাত্র আন্দলনকে দীর্ঘমেয়াদী করাসহ গুজব ছড়ানোর মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর মাধ্যমে তথা জনজীবনে দূর্ভোগ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গত ৭ আগষ্ট অভিযান পরিচালনা করে ছাত্র আন্দোলন নিয়ে ফেসবুকে উস্কানি মূলক পোষ্ট ও গুজব ছড়ানোর অভিযোগে ডিএমপি ঢাকার ধানমন্ডি থানাধীন আবহানী মাঠের পশ্চিম পাশে আবাহানী মাঠে প্রধান গেইট সংলগ্ন বট গাছের নিচে ফুটপাতের উপর হতে মোঃ আক্তারুজ্জামান টনি (২২),  মোঃ আসাদুল্লাহ আল গালিব (২২), মোঃ মুনইম সরকার (২৩) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানায়, তারা বাংলাদেশ ছাত্র শিবিরের সদস্য। তারা তাদের ব্যবহৃত ব্যক্তিগত মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে ফেসবুকের আইডি হতে ছাত্র আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত ও দীর্ঘায়িত করে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর উদ্দেশ্যে বিভিন্ন রকম স্ট্যাটাস দিয়ে আসছে।

তারা আরও স্বীকার করে যে, গত ২৯ জুলাই তারিখে শহিদ রমিজউদ্দিন স্কুল এন্ড কলেজে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর উদ্দেশ্যমূলক ভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের সহিত সংহতি প্রকাশ করে ফেসবুকে বিভিন্ন ধরনের মিথ্যা, বানোয়াট ছবি, গুজব সংবাদ, বানোয়াট ভিডিও ভাইরাল, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভিন্ন খাতে নেওয়ার জন্য বিভ্রান্তমূলক স্ট্যাটাস প্রকাশ করে আসছে।

‘নিরাপদ সড়ক চাই’ এর পরিপ্রেক্ষিতে ছাত্রদের দাবীসমূহ মেনে নিলেও উক্ত আসামীরা তাদের সহযোগী অন্যান্য সদস্যরা মিলে অন্যায়ভাবে বিক্ষোভ কর্মসূচী পরিচালনা এবং রাস্তায় সাধারন মানুষের উপর হামলা করার উদ্দেশ্যে অপতৎপরতা করে আসছে। ধৃত আসামীদের’কে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com