বাংলা৭১নিউজ, নাজিম বকাউল,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ৮টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স-এর উপ-সহকারী মেডিকেল অফিসাররা নিজ কর্মস্থলে স্বাস্থ্য সেবা না দিয়ে উৎকোচের বিনিময়ে ফরিদপুরের সিভিল সার্জনকে ম্যানেজ করে ফরিদপুর জেনারেল হাসপাতালে প্রেষণে বদলী এসে ঘুরে বেড়াচ্ছে।
অথচ উপজেলা স্বাস্থ্য সাব স্টেশনে তাদের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য সরকার তাদের উপজেলা স্বাস্থ্য সাব সেন্টারে যোগদান করিয়েছিলেন।
প্রেষণে বদলী হয়ে আসা ব্যক্তিরা হলেন- লক্ষ্মী রানী ভট্টাচার্য (সদরপুর), আইভি ইসলাম (সদর উপজেলা), আনোয়ারা বেগম (সদর উপজেলা), আকলিমা খাতুন (সদর উপজেলা), সবিতা রানী আচার্য্য (সদরপুর), উম্মে রুকাইয়া (নগরকান্দা), তামান্না হক যুঁথি (নগরকান্দা), আহসানুল হক (সালথা), মেসের হোসেন (নগরকান্দা), রুনা খাতুন (ভাঙ্গা)।
মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে ও জনসভায় বলেছেন, কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক স্বাস্থ্য সেবার প্রাণ। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েছেন এ খাতে গ্রাম গঞ্জের সাধারণ অসহায় মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য। অথচ তারা উল্টো কাজ করছে। স্বাস্থ্য সেবার কোনো সেবাই দিচ্ছেন না। তারা এতই শক্তিশালী মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশও মানছে না।
এ বিষয়ে উপরোক্ত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের সাথে যোগাযোগ করলে তারা জানান, সিভিল সার্জনকে ম্যানেজ করে শহরের জেনারেল হাসপাতালে বদলী হয়ে এসেছে। তারা এও বলেন, শহর থেকে আমাদের উপজেলা ও সাব সেন্টারগুলি যাতায়াতের অনুপযোগি। তাই আমরা প্রেষণে জেনারেল হাসপাতালে এসেছি।
ফরিদপুরের সিভিল সার্জন হজ্বে থাকায় তার বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে সিভিল সার্জন অফিসে সদ্য যোগদানকৃত প্রশাসনিক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান জানান, সিভিল সার্জন সাহেব হজ্বে গিয়েছেন। স্যার আসলেই উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের প্রেষনে বদলী হয়ে আসার বিষয়টি প্রত্যাহার করে তাদের নিজ কর্মস্থলে পাঠানো হবে।
বাংলা৭১নিউজ/জেএস