বুধবার, ২৯ মে ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হঠাৎ বন্যার ঝুঁকিতে যে ৬ জেলা সীমার চেয়ে ৩০ গুণ বেশি ইউরেনিয়াম মজুত করেছে ইরান সম্পর্ক পরবর্তী স্তরে উন্নীত করতে চায় বাংলাদেশ-নেদারল্যান্ডস পাকিস্তানে তাপমাত্রা ছাড়ালো ৫২ ডিগ্রি সেলসিয়াস সাবেক আইজিপি বেনজীরকে দুদকে তলব ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট ২ জুন থেকে ইন্টারন্যাশনাল টেলি অ্যাওয়ার্ড জিতল সিসিমপুর ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো স্পেন শিশু ধর্ষণ মামলায় যুবককে আমৃত্যু কারাদণ্ড বাংলাদেশে ব্যবসা করতে চায় অ্যামাজন-বোয়িংয়ের মতো অনেক প্রতিষ্ঠান অবৈধ বিদেশিদের বিষয়ে তদন্ত করতে আইজিপিকে নির্দেশ হাইকোর্টের বাঘাইছড়িতে পাহাড় ধস, নিম্নাঞ্চল প্লাবিত ঝড়ে ভেঙে পড়া গাছ সরাতে গিয়ে প্রাণ গেলো ইউপি সদস্যের মেঘনার তীররক্ষা বাঁধে ধস, মেরামতে নৌপুলিশ দেহাংশ খুঁজতে ভাঙা হবে সঞ্জীবা গার্ডেনসের স্যুয়ারেজ লাইন আজিজ-বেনজীর ইস্যুতে সরকার বিব্রত নয়: কাদের ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের দমন করবেন ট্রাম্প ১১ প্রকল্প অনুমোদন কর্ণফুলীতে হবে তীর সংরক্ষণ, নওগাঁয় আধুনিক সাইলো ‘১০ বছ‌রে ১৮১ সরকা‌রি কর্মকর্তার শা‌স্তি, ১৭০ জনকে অব্যাহতি’ রাষ্ট্রপতির কাছে তিন অনাবাসিক রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

শিক্ষার্থীরা খুব সুন্দর ব্যবহার করেছে আমার সঙ্গে- বাণিজ্যমন্ত্রী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮
  • ২২৬ বার পড়া হয়েছে
ফাইল ছবি

বাংলা৭১নিউজ, ভোলা প্রতিনিধি: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘আমি সেদিন অফিস থেকে বাসায় ফেরার পথে আমার গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কথা বলেছি। তারা খুব সুন্দর ব্যবহার করেছে আমার সঙ্গে।’

আজ  শুক্রবার বেলা ১১টায় ভোলায় আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

গত ১ আগস্ট রাজধানীর বাংলামটর এলাকায় উল্টোপথে আসা বাণিজ্যমন্ত্রীর গাড়ি ফিরিয়ে দেয় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তিনি গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছিলেন। নিজেদের যুক্তি বুঝিয়ে বলেছিল শিক্ষার্থীরাও।

তোফায়েল বলেন, ‘সেদিন র‍্যাডিসনের সামনে মিম ও রাজীব নামে দুটি সন্তান অ্যাক্সিডেন্টে মারা গেছে। এটা খুব দুঃখজনক। আমি নিজেও এ জন্য দুঃখ প্রকাশ করেছি। এরা কোমলমতি ছাত্র।’

মন্ত্রী আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী খুব দয়ালু নেতা। কালকের দিনে দুই ফ্যামিলিকে ৪০ লাখ টাকা দিয়েছেন। ২০ লাখ, ২০ লাখ। তারপরে ওদের যে দাবি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সেটিও মেনে নেওয়ার কথা। আমরা আশা করব যে, আমাদের এই প্রজন্মের ছাত্রসমাজ, তারা ঘরে ফিরে যাবে। এমন কিছু করবে না, যাতে তাদের সুনাম নষ্ট হইতে পারে।’

আগামী জাতীয় সংসদ নির্বাচন ক্ষমতাসীন সরকারের অধীনেই হবে এবং এ নিয়ে কারো সঙ্গে কোনো ধরনের সংলাপও হবে না বলে জানান তোফায়েল আহমেদ।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘৫টার মধ্যে কিন্তু আমরা ৪টায় জিতেছি। রাজশাহী, খুলনা, বরিশাল আর হইল গাজীপুর। ২০১৩ সালে কিন্তু বিএনপি ৫টায় জিতেছিল। তার পরে তারা ইলেকশন করে নাই। এই যে ইলেকশন না করার খেসারত তাদের এখন দিতে হচ্ছে। এইবার যদি তারা নির্বাচন না করে, খেসারত আরো বেশি দিতে হবে। কারণ, বিএনপি নামক এই দলটার অস্তিত্ব থাকবে না। সুতরাং বিএনপি জোরজবরদস্তি  করতে চায়, পারবে না। আর ইলেকশন হবে আমাদের এই সরকার ক্ষমতায় থেকে। পার্লামেন্টও থাকবে, ইলেকশনও হবে, সংলাপও নাই। কারণ, ১৪ সালের ইলেকশনের সময় প্রধানমন্ত্রী ডেকেছিলেন, কিন্তু তারা আসে নাই। প্রধানমন্ত্রী বলেছিলেন ৫টা মন্ত্রণালয় দেবেন, তারা আসে নাই। বলেছিলেন, নির্বাচন কমিশন পুনর্গঠন করবেন, তারা আসে নাই। এখন সংলাপ সংলাপ করে। এখন আর সংলাপের কোনো সম্ভাবনা নাই। নির্বাচন করতে হবে ক্ষমতাসীন দলের অধীনে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।’

এ সময় বাণিজ্যমন্ত্রী তাঁর দলীয় কর্মীদের সমস্ত শক্তি নিয়োগ করে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান। সূত্র: এনটিভি অনলাইন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com