শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি উসমান খানের ডাকসু নিয়ে আমরা অনেক আগ্রহী : ঢাবি উপাচার্য শীতার্তদের জন্য কম্বল কিনতে সরকারের বরাদ্দ ৩৪ কোটি টাকা আমাদের ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে: মির্জা ফখরুল ভারতের চক্রান্তে প্রতিবেশী দেশে একের পর এক গুপ্তহত্যা তরুণ প্রজন্মের ত্যাগ বৃথা হতে দেওয়া যাবে না: নৌপরিবহন উপদেষ্টা সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল অভিশংসিত প্রেসিডেন্ট ইউনকে গ্রেপ্তার নিয়ে নাটকীয় পরিস্থিতি গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি ধরে রাখতে কাজ চলছে: উপদেষ্টা বিদেশে বন্ধু চাই, প্রভু নয়: জামায়াত আমির রাজধানীতে ‘হট্টগোল শিশু উৎসব’ শুরু ৩ হাজার সন্ত্রাসীকে হত্যার দাবি তুরস্কের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে শীতার্তদের জন্য ৭ লাখ কম্বল সরকারি দপ্তরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি মসজিদুল আকসার ইমাম ১০ দিনের সফরে বাংলাদেশে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠাল রাজশাহী বাংলাদেশে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কেয়া গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা নাঈমুল ইসলাম ও তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট ১৬৩টি, জমা ৩৮৬ কোটি ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ঝরল ৪ প্রাণ, আহত ২১

ঝালকাঠি-বরিশালসহ ৮ রুটে বাস চলাচল বন্ধ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮
  • ১১৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঝালকাঠি প্রতিনিধি: অবৈধ বাস টার্মিনাল বন্ধে প্রশাসনের নির্দেশের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রেখেছে ঝালকাঠি বাস মালিক সমিতি।
বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার ঝালকাঠি জেলা সড়ক বিভাগ হয়ে বরিশাল, পিরোজপুর, বাগেরহাটসহ ৮টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
ঝালকাঠির বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ গণমাধ্যমকে জানান, গত ডিসেম্বর থেকে ন্যায্য হিস্যার দাবিতে আন্দোলন করছেন তারা। এ অবস্থায় বার বার সমস্যা সমাধানে উদ্যোগ নেয় বিভাগীয় প্রশাসন।
সর্বশেষ গত ২৪ জুন বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে বরিশাল-ঝালকাঠিসহ চার মলিক সিমিতির মধ্যে সমঝোতা বৈঠক হয় ও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।
ঝালকাঠি মালিক সমিতির অভিযোগ, ওই বৈঠকের সিদ্ধানই অমান্য করে ঝালকাঠির বাস পটুয়াখালী-বরগুনা ও কুয়াকাটা রুটে চলতে দেওয়া হচ্ছে না। তাই এ বিষয়ে আগে থেকেই বরিশালের রুপাতলীস্থ মিনিবাস মালিক সমিতিকে বলা হচ্ছিল এবং ৩১ জুলাইয়ের মধ্যে বিষয়টি সমাধানের একটি আল্টিমেটাম দেওয়া হয়। কিন্তু বরিশাল কোনো উদ্যোগ না নিলে বুধবার সকাল থেকে রুপাতলী থেকে ঝালকাঠিসহ আট রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করে দেন জেলা মালিক সমিতি এবং আগের মতো রূপাতলী থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে ঝালকাঠি সড়ক বিভাগের শুরুতে রায়াপুরের অস্থায়ী বাসস্ট্যান্ড থেকে আট রুটে বাস চলাচল শুরু করে।
দুপুরের পরে ঝালকাঠি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী এবং নলছিটি থানার পুলিশ গিয়ে রায়াপুরের ওই অস্থায়ী বাসস্ট্যান্ড থেকে বাস চলাচল বন্ধ করে দেয় এবং বাস ছাড়তে হলে বরিশালের রূপাতলী থেকে ছাড়তে হবে জানিয়ে দেয়।
এরপর থেকে ঝালকাঠি বাস মালিক সমিতি ও আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা আটটি রুটে তাদের বাস চলাচল বন্ধ করে দেন। যা বৃহস্পতিবার  ও অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আন্তঃজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী।
এ বিষয়ে ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক জানান, রায়াপুরে আইনত কোনো বাস টার্মিনাল নেই। সেখানে গাড়ি থামানো যাবে না। বাস ছাড়তে হলে ঝালকাঠি বাস টার্মিনাল থেকে রূপাতলী পর্যন্ত যেতে হবে। আমরা বিষয়টি নিয়ে বিভাগীয় কমিশনার স্যারের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেবো।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ পড়েছেন বিপাকে তারা বাড়তি ভাড়ায় বিকল্প পরিবহনে এ সড়ক দিয়ে গন্তব্যে যাওয়া আসা করছেন।

বাংলা৭১নিউজ/এসবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com