রবিবার, ১৯ মে ২০২৪, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বর্ণের দাম আরও বাড়ল এবার পোশাকে নায়িকাদের নাম ফুটিয়ে হাজির ভাবনা সোনালী আঁশের সুদিন ফিরিয়ে আনতে চাই: পাটমন্ত্রী অনিয়ম এড়াতে মোবাইল অ্যাপে চাল বিক্রি ৩০ দিনের মধ্যে শহীদ আনোয়ারা উদ্যান ফেরতের দাবি মাগুরায় রেলপথ শিগগিরই চালু হবে : রেলমন্ত্রী যিনি দেশ বিক্রি করতে চেয়েছিল আপনি তো ওনারই সন্তান হেফাজত নেতা মামুনুল হক ডিবিতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত: আইজিপি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে স্কুলসামগ্রী বিতরণ শাহ্জালাল ইসলামী ব্যাংকের জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ: ইসি হাবিব ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা নেই বেনাপোল-পেট্রাপোল দিয়ে ভারত ভ্রমণে তিনদিনের নিষেধাজ্ঞা ঢাবিতে বিষমুক্ত ফল নিশ্চিতের দাবিতে মানববন্ধন গোপালগঞ্জের সেপটিক ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে ২ শ্রমিক নিহত দিল্লির তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে ভোট বর্জনই বিএনপির আন্দোলন: এ্যানি আফগানিস্তানে বন্যায় ৫০ জনের মৃত্যু

পুলিশের ধাওয়া খেয়ে যানবাহন ভাঙচুর শিক্ষার্থীদের

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ৩০ জুলাই, ২০১৮
  • ২১০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: দুই সহপাঠী নিহতের জেরে বিমানবন্দর সড়কে বিক্ষোভরত শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ। তবে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সরে গিয়ে খিলক্ষেত এলাকায় বেশ কিছু যানবাহন ভাংচুর করেছেন।

এর আগে সকাল ১০টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে হাজার হাজার মানুষ পায়ে হেটে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। তবে বেলা বাড়তে বাড়তে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও শিক্ষার্থীদের রাস্তা থেকে সরাতে পারেনি। বরং দুপুরে বিক্ষোভে শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বাড়তে থাকে।

রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কটির বিভিন্ন অংশে কয়েকহাজার শিক্ষার্থী ‘নৌমন্ত্রী নৌমন্ত্রী, ক্ষমা চাও ক্ষমা চাও’, ‘We want Justice, We want Justice’, ‘আমার ভাই মরলো কেন, জবাব চাই জবাব চাই’, ‘আমার বোন মরলো কেন, জবাব চাই, জবাব চাই’, ‘রাজপথ ছাড়বোনা, বিচার ছাড়া যাবো না’‘জাবালে নুর জাবালে নুর, ত্যাগ করো ত্যাগ কর’ ইত্যাদি স্লোগান দিয়ে প্রতিবাদ করছিলেন।

এদিকে সকাল থেকে সড়ক অবরোধ থাকায় বিমানবন্দর সড়ক ও আশপাশের এলাকায় অচলাবস্থার তৈরি হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দাবি করেন, নৌমন্ত্রী ক্ষমা চাইলেই অবরোধ প্রত্যাহার করবে। দুপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানান শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ নুরুন্নাহার ইয়াসমিন। কিন্তু শিক্ষার্থীরা তার অনুরোধও প্রত্যাখ্যান করে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এসময় নুরুন্নাহার ইয়াসমিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমাদের প্রতিবাদ আর দাবি সরকার শুনেছে। সরকারের উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে কতৃপক্ষ সকল দাবি দাওয়া মেনে নেবে। জাবালে নুর পরিবহনও বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক হজ যাত্রী আটকা পড়েছে অবরোধে। মানবিক দৃষ্টিকোণ থেকে তোমরা আজকের অবরোধ তুলে নিয়ে বাড়ি ফিরে যাও।’

রোববার বেলা সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের দিকে যাওয়ার পথে জিল্লুর রহমান ফ্লাইওভারের গোড়ায় দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর জাবালে নূর পরিবহনের একটি বাস এসে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এরা হলেন- শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের মানবিক শাখার দ্বাদশ শ্রেণির রেজাউল করিম রাজু এবং একাদশ শ্রেণির দিয়া খানম। এছাড়া গুরুত্বর আহত হয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী কুর্মিটোলা হাসপাতাল ও সিএমএইচে ভর্তি রয়েছেন।

এদিন ঘটনার পরই ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার ওই শিক্ষাপ্রতিষ্ঠানের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বেরিয়ে এসে যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করে। এ ঘটনায় নিহত এক শিক্ষার্থীর পিতা একটি হত্যা মামলা দায়ের করেছেন। অন্যদিকে তিনটি বাসের দুই চালক ও দুই সহকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তবে তাদের নাম এখনও পাওয়া যায়নি।  সূত্র: ঢাকাটাইমস।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com