বাংলা৭১নিউজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের একটি হোটেলের কক্ষ থেকে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থায় (আইওএম) কর্মরত একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম তৌহিদুল ইসলাম (৩২)। হোটেল কর্মচারীদের কাছে খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।
তৌহিদুল আইওএমের কর্মসূচি সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়।
সংশ্লিষ্টদের বরাত দিয়ে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার জানান, গত ২৪ জুলাই সন্ধ্যায় হোটেল হলিডের ২০৩ নম্বর কক্ষটি ভাড়া নেন তৌহিদুল। গতকাল কোনো সাড়াশব্দ না পেয়ে কক্ষের দরজা ভেঙে তাঁকে অচেতন অবস্থায় পান হোটেলের কর্মচারীরা। এ সময় পুলিশকে খবর দেওয়া হয়। জেলা সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা রাতেই তাঁকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত তৌহিদুল হৃদরোগে আক্রান্ত ছিলেন। এ কারণেই তাঁর মৃত্যু হতে পারে।
বাংলা৭১নিউজ/এসএস