বাংলা৭১নিউজ,ঢাকা: নারায়ণগঞ্জে সংসদ সদস্যের উপস্থিতে শিক্ষক নির্যাতনের ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সোমবার (১৬ মে) সচিবালয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, শিক্ষক নির্যাতনের বিষয়টি কখনোই কাম্য নয়। পুরো বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করা হবে।
বরিশালের শিক্ষা বোর্ডের ভুলে শিক্ষার্থীর আত্মহত্যা সম্পর্কে নাহিদ বলেন, এ বিষয়ে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রেমের কারণে কমার্স কলেজের ১১ শিক্ষার্থীর বহিষ্কার সম্পর্কে অধ্যক্ষের সঙ্গে কথা বলা হবে বলে জানান তিনি।
বাংলা৭১নিউজ/এসএইস