সোমবার, ২০ মে ২০২৪, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ইসলামী ব্যাংকের সচেতনতা বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত ‘দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই’ বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ করতে চায় কানাডা কুমিল্লায় বজ্রপাতে যুবকের মৃত্যু দূতাবাসগুলোর কার্যক্রম তদারকির নির্দেশনা পররাষ্ট্রমন্ত্রীর স্বাস্থ্যসেবার আওতাধীন খাতে ইউজার ফি আদায়ে নীতিমালার সুপারিশ ই-বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে সরকার প্রচেষ্টা চালাচ্ছে বিদ্যুৎ উৎপাদনের সহজলভ্য উৎস খোঁজার তাগিদ প্রতিমন্ত্রীর বান্দরবানে বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহত সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে: আইজিপি টেকসই উন্নয়নে সময়োপযোগী আর্থিক ব্যবস্থাপনা অপরিহার্য জামিন নামঞ্জুর, কারাগারে ইশরাক ১৬ ভরি স্বর্ণ ছিনিয়ে পালানোর সময় জনতার হাতে ধরা পুলিশ কর্মকর্তা কঙ্গোতে সামরিক অভ্যুত্থানের চেষ্টা বাবাকে খুঁজে পেতে ঝিনাইদহ-৪ আসনের এমপির মেয়ে ডিবিতে কালশী ট্রাফিক বক্সে আগুন দিলো অটোরিকশাচালকরা কমলাপুর আইসিডি’র নিয়ন্ত্রণ নৌপরিবহন মন্ত্রণালয়কে নিতে সুপারিশ ভোট কম পড়ার বড় ফ্যাক্টর বিএনপি : ইসি আলমগীর অভিবাসী কর্মীদের টেকসই ভবিষ্যৎ নির্মাণে কাজ করছে সরকার

ক্যান্সার প্রতিরোধে জনসচতেনতা গড়ে তুলতে হবে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ২৩ জুলাই, ২০১৮
  • ২২০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: বাংলাদশেরে মোট ক্যান্সার রোগীর প্রায় ৩৫ শতাংশ নাক, কান ও গলার (হেড-নেক) ক্যান্সারে আক্রান্ত। তামাক সেবনে, ধূমপান, মদ্যপান, অতিরিক্ত মসলাযুক্ত খাবার, প্রিজারভেটিভ ফুড পরিহার করার মাধ্যমে এ ধরনের ক্যান্সার অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।

শুরুতে চিহ্নিত হলে এ ক্যানসার নিরাময়যোগ্য। বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশেও এধরণের ক্যান্সার প্রতিরোধে ব্যাপক জনসচতেনতা গড়ে তুলতে হব।

বিশ্ব হেড-নেক ক্যান্সার দিবস উপলক্ষে আজ সোমবার (২৩জুলাই) বিকালে ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত ইমপালস হাসপাতালের সেমিনার হলে অনুষ্ঠতি এক আলোচনা সভায় বিশেষজ্ঞরা এসব তথ্য তুলে ধরনে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডা: জহীর আল আমনি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন সিনিয়র কনসালটেন্ট ডা: ওমর আজিজ আহম্মেদ।

হাসপাতালের উপ-ব্যবস্থাপনা পরচিালক ডা: ওয়াদুদ আলী খান’র পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন হাসপাতালের ডাক্তার, নার্স ও উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ|

বক্তারা বলেন, বর্তৃমানে দেশে প্রতি তিনজন ক্যান্সার রোগীর মধ্যে একজন রোগী হেড-নেক ক্যান্সারে আক্রান্ত হন। ধুমপান, পান-সুপারি, জর্দাসহ মাদক গ্রহণের ফলে এ রোগ বেশি হচ্ছ। তাই আমাদের সকলের উচিৎ এই ঘাতক ব্যাধি নিরাময়ে জনসচেতনতা গড়ে তোলা। তারা বলেন, ক্ষুধামন্দা, রক্তশূন্যতা, অবসাদ ক্যান্সারের প্রাথমকি লক্ষণ। অথবা শরীরে নতুন কোন সমস্যা, এরকম হলে দ্রুত চকিৎিসকের শরণাপন্ন হওয়া উচিত।

কাজেই তামাক পরিহার, পান-সুপারি, জর্দা-গুল পরিহার এবং মদ্যপান থেকে দূরে থাকার ব্যাপারে বিশেষজ্ঞরা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ক্যান্সারে আক্রান্ত রোগীদরে মানসকি ও অর্থৃনৈতিকভাবে সাহায্য করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে বক্তারা বলনে, এসব রোগের চিকিৎসা অনেক ব্যয়বহুল। সেজন্য সরকারকে রোগীর জীবন বাঁচাতে প্রয়োজনে ভর্তুকী মূল্যে ঐষধ সরবরাহরে সিদ্ধান্ত নিতে হবে।

উল্লখ্যে, বিশ্বব্যাপী জনসচেতনতা বাড়ানো এবং একই সঙ্গে বিভিন্ন দেশের সরকারসহ সংশ্লিষ্ট সবার মনোযোগ আকর্র্ষনের লক্ষ্যে ২০১৪ সালের ২৭ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইর্র্য়ক শহরের টাইম স্কোয়ারে হেড-নেক সার্জৃন এবং অনকোলজিষ্টদের এক সম্মলেনে প্রতি বছর দিবসটি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব হেড-নেক অনকোলজিষ্ট সোসাইটসি নামের একটি আর্ন্তজাতকি সংগঠন এ প্রস্তাবের উদ্যোক্তা। বাংলাদশে এই সংগঠনরে সক্রীয়  সদস্য।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com