বাংলা৭১নিউজ, ডেস্ক: মহাকাশ গবেষণায় বড়সড় সাফল্য পেল নাসা। শতাধিক পৃথিবীর সমান গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীর। যেগুলো দূরবর্তী নক্ষত্রসমূহকে কেন্দ্র করে ঘুরছে। নাসার কেপলার টেলিস্কোপে এই গ্রহগুলি ধরা পড়েছে।
বিবিসি জানাচ্ছে, টেলিস্কোপে তুলনামূলক ‘বাসযোগ্য এলাকায়’ নয়টি ছোট গ্রহও চিহ্নিত করা গিয়েছে। ‘বাসযোগ্য এলাকা’ বলতে কোনও নক্ষত্রের চারপাশে ঘূর্ণায়মান গ্রহদের অবস্থানের এমন একটি এলাকা বোঝানো হয়, যে অবস্থানে থাকলে ওই গ্রহ বা গ্রহদের পৃষ্ঠে তরল জল থাকার সম্ভাবনা থাকে। আর তরল জল থাকলে প্রাণ থাকারও জোরালো সম্ভাবনা থাকে। সৌরজগতে আমাদের পৃথিবী ঠিক এমনই একটি অবস্থানে রয়েছে।
সদ্য আবিষ্কৃত এই গ্রহদের কেপলার টেলিস্কোপের শনাক্ত করা নতুন গ্রহদের একটি তালিকায় রাখা হয়েছে। ওই তালিকায় কেপলার আবিষ্কৃত ১,২৮৪টি নতুন গ্রহ রয়েছে। নতুন গ্রহ আবিষ্কারের এটিই সবচেয়ে বড় ঘোষণা বলে জানিয়েছে নাসা।
আমেরিকার এই মহাকাশ সংস্থাটির বিজ্ঞানীরা এক টেলিকনফারেন্সের মাধ্যমে নতুন এই আবিষ্কারের কথা জানান। ক্যালিফোর্নিয়ায় অবস্থিত নাসার আমেস রিসার্চ সেন্টার থেকে কেপলার মিশনের বিজ্ঞানী ড. নাটালি বাটালহা জানিয়েছেন, হিসাব করে দেখা গিয়েছে আমাদের ছায়াপথ কিংবা মিল্কিওয়েতে এক হাজার কোটিরও বেশি বাসযোগ্য গ্রহ থাকার সম্ভাবনা রয়েছে।
বাংলা৭১নিউজ/বিবিসি