বাংলা৭১নিউজ,ঢাকা: ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে ৯ জনের বিরুদ্ধে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই না, এদের মধ্যে ৪ জন বোলারের বিরুদ্ধে তিন বার করে অভিযোগ দিয়েছেন ম্যাচ রেফরি।
আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান নাজমুল করিম টিংকু জানিয়েছেন প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগের আগে ক্রিকেট অপারেশন্সের কাছে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে, এদিকে বিসিবি অভিযুক্ত বোলারদের ব্যাপারে নিয়েছে বিশেষ পরিকল্পনা।
সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের দুই বোলারের ব্যাপারে প্রশ্ন ওঠার পর নড়েচড়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কারণ এর আগে ঘরোয়া ক্রিকেটে দেশের অনেক ক্রিকেটারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ থাকলেও তা আমলে নেয়নি বিসিবি। তাই তো চলমান প্রিমিয়ার ক্রিকেট লিগে দুর্বিন চোখ রেখেছে বোর্ড। লিগে মাত্র ৬টি ম্যাচে একাধিকবার অভিযোগ উঠেছে ৯ জন বোলারের বিরুদ্ধে। আঁতকে উঠার মতো খবর হলো, এর মধ্যে ৪জন বোলারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনবার করে।
ঐ চারজনের মধ্যে নাঈম ইসলাম জুনিয়র ও আসিফ আহমেদ রাতুলের নাম জানা গেছে। আরো বাকি দু’জন। প্রিমিয়ার লিগের পর তাদের বোলিং অ্যাকশন শোধরাতে দেড় মাস পুনর্বাসনের ব্যবস্থা করবে ক্রিকেট বোর্ড।
তবে আশার খবর হলো- আইসিসি থেকে প্রশ্ন ওঠা জাতীয় দলের দুই বোলার তাসকিন আহমেদ ও আরাফাত সানি এছাড়া অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার সানজিত সাহা প্রিমিয়ার লিগে খেললেও, তাদের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেননি ম্যাচ পরিচালকরা।
বাংলা৭১নিউজ/এসএইস